Advertisement
তিনি লিখেছেন ‘প্রতিটি শুরুর একটি শেষ আছে, এবং প্রতিটি শেষ থেকেই হয় নতুন এক শুরু। ‘কিঞ্জল’ হিসাবে আমার পথ চলা এখানেই শেষ। সেটে কিছু মানুষের সঙ্গে প্রচুর ভালবাসা এবং মজার মুহূর্ত, কিছু পুরানো বন্ধুর সঙ্গে আবার করে দেখা হওয়া এবং কিছু নতুন মানুষের সঙ্গে আবার বন্ধুত্ব তৈরি হয়েছে। পঞ্চমী আমার সবচেয়ে কাছের একটি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে আবার অনেক বছর পর আমার টেলিভিশনে ফেরা। তবে আমি আর ফিরছি না। কারণ আমার যাত্রা এখানেই শেষ হল। তবে আমি কখনই মেগা ছাড়িনি..সবসময় এখানে ছিলাম এবং থাকবেও.. কিন্তু গল্পের চাহিদা অনুযায়ী পঞ্চমী সঙ্গে আমার যাত্রা এখানেই শেষ শেষ, এই জার্নিটা ছোট হলেও খুব মধুর ছিল।
Advertisement