Advertisement
দীর্ঘ দিন একসঙ্গে ছবি করেননি। কিন্তু জুটি হিসেবে তাঁদের আজও মনে রেখেছে দর্শক। মনে করা হত, পর্দায় তাঁরা একসঙ্গে এলেই বক্স অফিসে লক্ষ্মীলাভ নিশ্চিত। যাবতীয় হিসেবনিকেশও সেই ভাবনায় শিলমোহর দেয়। দেব শুভশ্রীর জুটি ভেঙেছে বহু আগেই। অনুরাগীদের জন্য রয়ে গিয়েছে তাঁদের পুরনো ছবি, গান।
Advertisement