বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Ganguly: ফেটে পড়ছে হবু মায়ের গ্ল্যামার, কালো চুড়িদারে লাস্যময়ী রূপে ধরা দিলেন শুভশ্রী
Advertisement
Updated: 29 Jun 2023, 08:39 AM IST
Subhasmita Kanji
Subhashree Ganguly: মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই সাম্প্রতিকতম একটি ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। কালো চুড়িদারে সঙ্গে হালকা সাজে রীতিমত ভক্তদের ঘুম উড়িয়েছেন হবু মা।
1/6ফের লাস্যময়ী রূপে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কালো স্লিভলেস চুড়িদারে যেন উষ্ণতা বাড়ালেন আরও। 2/6সদ্যই খুশির খবর ভাগ করেছেন রাজ ঘরণী। দ্বিতীয়বার মা হতে চলেছেন ইন্দুবালা। তিন মাসের অন্তঃস্ত্বা তিনি। ইউভানের খেলার সঙ্গী আসতে চলেছে শীঘ্রই।3/6এদিনের ফটোশুটে তাঁর জেল্লা দেখে হতবাক ভক্তরা। হবু মায়ের গ্ল্যামার যেন ফেটে পড়ছে।
4/6কালো স্লিভলেস কুর্তির সঙ্গে এদিন তিনি একটি কালো স্কার্ট এবং ওড়না পরেছিলেন। ওড়না বা স্কার্টে কোনও কাজ না থাকলেও গোটা কুর্তি জুড়ে সাদা সুতোর ভরাট কাজ দেখা যায়। 5/6খেজুর বিনুনির সঙ্গে স্মোকি আই, ন্যুড লিপস্টিক এবং হালকা মেকআপেই সাজ সম্পন্ন করেন তিনি।6/6হাসিমুখে ফ্রেমবন্দি হন তিনি। বোল্ড লুকে রীতিমত ভক্তদের ঘুম উড়িয়েছেন তিনি।