মুক্তির আগে ছবি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে, আর মুক্তির পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না ‘আদিপুরুষ’-এর। এই ছবি যারা দেখেছেন কিংবা দেখেননি, তারাও এতদিনে ছবির বেশকিছু সংলাপ শুনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। আদিপুরুষের একটি দৃশ্যে বজরংবলীকে বলতে শোনা গিয়েছে- ‘কাপড় তোর বাবার, তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার।’ যা শুনে তো চোখ ছানাবড়া সকলের। ভগবান হনুমানের মুখে এমন ‘টপোরি সংলাপ’? চিত্রনাট্যকার-পরিচালকের উপর ক্ষোভ উগরে দেয় জনতা। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার পর্যন্ত অভিযোগ ওঠে নির্মাতাদের বিরুদ্ধে।
চাপের মুখে পড়ে পরিচালক ওম রাউত আগেই জানিয়েছিলেন ছবির বেশ কিছু সংলাপে পরিবর্তন আনা হবে। যত দ্রুত সম্ভব ‘আদিপুরুষ’-এর সংলাপে বদল আনবার কথা জানিয়েছিলেন পরিচালক ও কাহিনিকার মনোজ মুনতাশির। সেইমতো ‘জ্বলেগি ভি তেরে বাপ কি…’ সংলাপে বদল আনল নির্মাতারা।
‘বাপ’ হল ‘লঙ্কা’?
টুইটারে এক নেটিজেন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে বজরংবলীর মুখে শোনা গেল সংশোধিত সংলাপ। সেখানে ‘বাপ’ শব্দটির পরিবর্তে ‘লঙ্কা’ শব্দ ব্যবহার করা হয়েছে। হনুমানকে বলতে শোনা গেল, ‘কাপড় তোর লঙ্কার, তেল তোর লঙ্কার, আগুনও তোর লঙ্কার আর জ্বলবেও তোর লঙ্কাই’।
ভগবান হনুমানের মুখে এমন রদ্দিমার্কা সংলাপ কেন রাখা হল? তার সাফাইতে আদিপুরুষ সংলাপ লেখক মনোজ মুনতাশির জানিয়েছিলেন, তিনি ইচ্ছে করেই হনুমানের মুখে এমন ‘সহজ সংলাপ’ বসিয়েছেন যাতে আজকের প্রজন্ম ছবির সঙ্গে একাত্ম হত পারে। তাঁর কথায়, ‘এটা কোনও ত্রুটি নয়, এটা একটা অত্যন্ত সূক্ষ্ম চিন্তা প্রক্রিয়া যা বজরংবলীর জন্য সংলাপ লিখতে ব্যবহার করা হয়েছে।’ এখানেই শেষ নয়, আজতক-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ মুনতাশির দাবি করে বসেন, বজরংবলী আদতে ভগবানই নন। তিনি বলেন, ‘বজরংবলী শ্রী রামের মতো কথা বলেন না। উনি দার্শনিকদের মতো কথা বলেন না। বজরংবলী ভগবান নন, তিনি শুধুই ভক্ত। তাঁকে আমরাই ভগবান বানিয়েছি, কারণ তাঁর ভক্তিতে সেই শক্তি রয়েছে’।
বিতর্কিত সংলাপের জেরে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন মনোজ মুনতাশির। চাপের মুখে পড়ে লেখক জানিয়েছিলেন, ‘আমি এবং ছবিটির প্রযোজক-পরিচালক সিদ্ধান্ত নিয়েছি যে, কিছু সংলাপ যা আপনাকে কষ্ট দিচ্ছে, আমরা সেগুলি সংশোধন করব। চলতি সপ্তাহেই ছবিতে সেগুলি যোগ করা হবে৷’ অবশেষে কথা রাখল টিম ‘আদিপুরুষ’।
আরও পড়ুন-‘হনুমান ভগবান নয়’, ‘আদিপুরুষ’-এর চিত্রনাট্যকারের আজব দাবি! চটল বজরংবলী ভক্তরা
বিতর্ক যতই সঙ্গে থাকুক বক্স অফিসে কিন্তু ‘আদিপুরুষ’ ভালোই ব্যবসা করছে। মুক্তির প্রথম পাঁচ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৯৫ কোটির ব্যবসা করে নিয়েছে ৫০০ কোটির বাজেটে তৈরি এই ছবি।