বাংলা নিউজ > ঘরে বাইরে > Weather Thunderstorm Update: রাজধানী দিল্লির বুকে মরশুমের সবচেয়ে শক্তিশালী ঝড়! হাওয়ার গতি ছুঁল ঘণ্টা প্রতি ৯৯ কিমি
Advertisement
Updated: 27 May 2023, 01:29 PM IST
Sritama Mitra
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন ভয়াবহ ঝড়ের প্রভাব দেখা গিয়েছে। যে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৯৯ কিলোমিটার প্রতি ঘণ্টা, বলে জানা গিয়েছে। দিল্লির বহু অংশে হালকা থেকে ভারী বর্ষণ হয়েছে।
1/5
সপ্তাহান্তে ভয়াবহ ঝড় রাজধানী দিল্লির বুকে। শনিবার দিল্লি এনসিআর-এ ভয়াবহ ঝড়ের জেরে ৬ টি বিমানের রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। বহু বিমান দেরিতে ছেড়েছে ও অবতরণ করেছে। দিল্লির বেশ কয়েকটি অংশে ঝড়ের সঙ্গে বৃষ্টিও দেখা গিয়েছে। ( PTI Photo/Kamal Singh)(PTI05_27_2023_000049B)
(PTI)
2/5দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন ভয়াবহ ঝড়ের প্রভাব দেখা গিয়েছে। যার গতিবেগ সর্বোচ্চ ৯৯ কিলোমিটার প্রতি ঘণ্টা, বলে জানা গিয়েছে। দিল্লির বহু অংশে হালকা থেকে ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী রাজস্থানের উত্তরে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ দিল্লি সমতে উত্তর প্রদেশ হরিয়ানার বিস্তীর্ণ অংশের আকাশে ছড়িয়ে রয়েছে। PTI Photo/Kamal Singh)(PTI05_27_2023_000052B) (PTI)3/5দিল্লির পালামে বৃষ্টির পরিমাণ ১৮.৮ মিলিমিটার রেকর্ড হয়েছে, অয়ননগরে ১৯.৮ মি.মি, লোধিতে ১৭মি.মি রেকর্ড হয়েছে। দিল্লির ন্যূনতম তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি হয়েছে। মে মাসের তীব্র গরমে যেখানে কয়েকদিন আগেও দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়েছিল, সেখানে বর্তমানে ঝড়বৃষ্টির পর বেশ স্বস্তি দায়ক আবহাওয়া। ঝড়ের আগে তাপমাত্রা সেখানে ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেখানে তাপমাত্রা থিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। . (PTI Photo/Kamal Singh)(PTI05_27_2023_000051B) (PTI)
4/5আইএমডির তরফে বলা হয়েছে, এদিন সকালে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে দিল্লিতে। যেখানে ঝড়ের গতি প্রতি ঘণ্টায় ৬৫ কিলেমিটার থেকে বেড়ে ৯৯ কিলোমিটার প্রতি ঘণ্টার অঙ্ক ছুঁয়েছে। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি বিমানের দিক পরিবর্তন করা হয়েছে ঝড়ের জেরে। (PTI Photo/Kamal Singh)(PTI05_27_2023_000044B) (PTI)5/5আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ২ দিন দিল্লিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার পর্যন্ত ভিজবে রাজধানী। বেশ কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে হবে ঝড়। মঙ্গলবারেও হতে পারে বর্ষণ। পশ্চিমী ঝঞ্ঝা যতক্ষণ না পর্যন্ত দুর্বল হচ্ছে, ততক্ষণ এইটি চলবে। (ফাইল চিত্র India July 20, 2018. REUTERS/Adnan Abidi/File Photo/File Photo) (PTI)