Shubman Gill ‘trolls’ KKR: ৬০ বলে ১২৯ রান করেই KKR-কে খোঁচা গিলের! কেন স্ট্রাইক রেট কম থাকত? বোঝালেন শুভমন

Advertisement

আইপিএলের প্লে-অফে সর্বোচ্চ স্কোর, আইপিএলে প্লে-অফে শতরানের ক্ষেত্রে সর্বোচ্চ স্ট্রাইক রেট, আইপিএল প্লে-অফে সর্বাধিক ছক্কা, আইপিএলের পরপর চারটি ইনিংসে সর্বোচ্চ রান, ২০২৩ সালের আইপিএলে সর্বোচ্চ রান – শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রান করে অসংখ্য রেকর্ড গড়েছেন শুভমন গিল। যে ইনিংসের পর শুভমনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিশেষজ্ঞরা। তারইমধ্যে আবার নাম না করে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) হালকা খোঁচা দিলেন শুভমন। তিনি দাবি করলেন, গুজরাট টাইটানসে যোগ দেওয়ার আগে মাঝেমধ্যেই স্বাধীন মনে খেলতে পারতেন না। তাঁকে এমনভাবে খেলতে হত, যে খেলাটা তিনি খেলেন না। সেটা তাঁর খেলা ছিল না। তাঁকে অন্য ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য করা হত।

শনিবার মুম্বইকে উড়িয়ে আইপিএলের ফাইনালে টিকিট পাওয়ার পর গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথোপকথনের সময় শুভমন বলেন, ‘আমি সবাইকে একটি জিনিস বলতে চাই যে গত বছর আইপিএল শুরু হওয়ার আগে হার্দিক প্রথম আমার কাছে এসেছিল এবং বলেছিল যে তুমি যেভাবে চাও, সেভাবেই খেল। আমার মনে হয়, গুজরাট টাইটানসের হয়ে খেলার সুযোগ পাওয়ার আগে কখনও কখনও আমি অন্য কারও মতো খেলার চেষ্টা করছিলাম। যে ব্যক্তি আমি নই। আমি যেভাবে খেলতে চাই, সেভাবে খেলার আত্মবিশ্বাস জুগিয়েছিল আমায়। ওটা খুব ভালো অনুভূতি ছিল।’

আরও পড়ুন: GT vs MI, IPL 2023 Qualifier 2: শুভমনের মতো একজনকে দরকার ছিল- নিজে ব্যর্থ হয়েও ব্যাটারদের কাঠগড়ায় তুললেন রোহিত

ওই বক্তব্য শুনে অনেকের মতে, কেকেআরকে খোঁচা দিয়েছেন শুভমন। যে শুভমনকে আইপিএলে দুনিয়ায় তুলে এনেছিল কেকেআর। দুর্দান্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর নিলামে তাঁকে দলে নিয়েছিল নাইট ব্রিগেড। ২০১৮ সালে ১৩ টি ম্যাচ খেলেছিলেন। ২০১৯ সাল, ২০২০ সাল এবং ২০২১ সালে কেকেআরের সব ম্যাচে খেলেছিলেন। ২০২০ সাল এবং ২০২১ সালে কেকেআরের হয়ে ওপেন করতে নেমে ৪০০-র বেশি রান করলেও স্ট্রাইক রেট কম ছিল। ২০২০ সালে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১৭.৯৬। ২০২১ সালে ছিল ১১৮.৯। সেখানে ২০১৮ সালে ছিল ১৪৬.০৪। সেই পরিস্থিতিতে অনেকে তাঁকে কেকেআরের ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও দেখতে শুরু করেছিলেন।

আরও পড়ুন: GT vs MI, IPL 2023 Qualifier 2: শুভমনের শতরানের পর শুভেচ্ছা রোহিতের, হার্দিকের উচ্ছ্বাস, GT-র স্ট্যান্ডিং ওভেশন

কিন্তু ২০২২ সালের মেগা নিলামের আগে শুভমনকে ছেড়ে দেয় কেকেআর। অলরাউন্ডারের মোহে আচ্ছন্ন হয়ে শুভমনকে রিটেন করা হয়নি। তারপর থেকে সম্ভবত আইপিএলে হাতেগোনা এমন দিন গিয়েছে, যখন সেই সিদ্ধান্তের জন্য কেকেআরের সমর্থকরা মাথা না চাপড়ে থাকেননি। কারণ ২০২২ সালের আইপিএলের ১৬ ম্যাচে ৪৮৩ রান করেছিলেন। গড় ছিল ৩৪.৫। স্ট্রাইক রেট ছিল ১৩২.৩৩। চারটি অর্ধশতরান করেছিলেন। আর এবার তো নিজেকে অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন শুভমন। ইতিমধ্যে ১৬ ম্যাচে ৮৫১ রান করে ফেলেছেন। গড় ৬০.৭৯। স্ট্রাইক রেট ১৫৬.৪৩। তিনটি শতরান করেছেন। পাঁচটি অর্ধশতরানও করেছেন।

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।