কুড়মিদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অভিষেকের, আটক ৪, খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ৪ জন আটক

Advertisement

Birbhum Jhargram

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

অভিষেক বন্দ্যোপাধ্যায়েক কনভয়ে হামলার ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে আটক করেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই সঙ্গে খুনের চেষ্টার ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শালবনীতে নবজোয়ার যাত্রায় যোগ দিতে যাওয়ার সময় কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তাঁদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিধায়ক বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়। তারপরেই কুড়মিদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল রাতে শালবনিতে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। নিজেদের সংরক্ষণের দাবিতে গত কয়েকমাস ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুড়মি সম্প্রদােয়র মানুষ। গতকালও বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা শালবনিতে। গতকাল রাতে শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢোকার পরেই তুমুল বিক্ষোভ শুরু করেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। রাস্তার ২ ধারে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তাঁর সঙ্গে বাইকে করে মিছিল করা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। গলায় গামছা দিয়ে তাঁদের টেনে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিধায়ক বীরবাহা হাঁসদার দাড়িতেও ভাঙচুর চালানো হয়। বীরবাহা হাঁসদার গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

তারপরেই লোধাশুলিতে রাতে নবজোয়ার যাত্রার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কুড়মিদের রীতিমত আল্টিমেটাম দেন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে জানাতে হবে যে এই ঘটনায় তাঁরা জড়িত রয়েছেন কিনা। কুড়মি নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাইরে থেকে লোক ঢুকেছিল। কারা এই হামলার চক্রান্ত করেছেন তা তিনি জানেন বলে গতকাল লোধাশুলির মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতকাল রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খবর নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি ঝাড়গ্রাম পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর সহ খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ।

আজ ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার কর্মসূিচতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন এগরায়। সেখানে বিস্ফোরণ মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে বেআইনি বাজি কারখানা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary

4 arrested in Abhishek Banerjee convoy attack case

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।