কক্সবাজার থেকে পাচারের সময় উদ্ধার ১৯ জন রোহিঙ্গা! গ্রেফতার ৪

Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করল পুলিশ। একই সঙ্গে মহিলা ও শিশু-সহ ১৯ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। এছাড়া তারা মায়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী নাকি, কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১১ টায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। টেকনাফ থানার ওসি আব্দুল হালিম এই তথ্য জানিয়েছেন।

ওসি আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ার জনৈক আমিন শরীফের বসত ঘরে মানবপাচারকারী চক্রের সদস্যরা কিছু সংখ্যক লোকজন জড়ো করেছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ থেকে ৭ জন লোক দৌড়ে পালিয়ে যায়। ধাওয়া করে চার জনকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে মানবপাচাকারী চক্রের জড়ো করা ১৯ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

ওসি বলেন, আটক মানবপাচারকারী চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে প্রশাসনের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান আব্দুল হালিম।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।