WBJEE 2023 Result Date: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা আনুষ্ঠানিক ভাবে জয়েন্টের ফলাফল ঘোষণা করছেন। উচ্চমাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE 2023 Results) ফলাফল ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
ফলাফলের উপর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ (WBJEE 2023) নির্ভর করে। বিশেষ করে উচ্চশিক্ষায় পড়াশুনার জন্যে জয়েন্টের ফলাফল অনেটাই নির্ভর করে। মলয়েন্দু সাহা জানাচ্ছেন, ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় এবার। অন্যদিকে ১ লক্ষ ২৬ হাজার ৯১৬ জন এবার পরীক্ষার জন্যে আবেদন জানিয়েছিলেন। তবে পরীক্ষায় ৯৭ হাজার ৯২৪ জন বসেছিলেন বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এবার ৯৬ হাজার ৯১৩ জন সফল হয়েছেন। গত বছর সংখ্যাটা ছিল ১ লক্ষ ১ হাজার ৪১৩।