নয়াদিল্লি: জনপ্রিয় হিন্দি টেলি ধারাবাহিক বালিকা বধূ থেকে খ্যাতির শিখরে উঠেছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এর পর বিগ বস ১৩-র মরশুম তাঁর খ্যাতির মুকুটে আলাদা মাত্রাই যোগ করেছিল। শেহনাজ গিলের সঙ্গে তাঁর জুটি ভারী পছন্দ করেছিলেন অনুরাগীরা।
শেহনাজ-সিদ্ধার্থের জুটি আবার সিডনাজ নামে প্রসিদ্ধ। ফিটনেস ফ্রিক সিদ্ধার্থ ছিলেন সুদর্শন। পেটানো পেশিবহুল দেহসৌষ্ঠবের জাদুতে পাগল করেছিলেন ভক্তদের। তবে এসবই এখন অতীত। কারণ ২০২১ সালে হৃদরোগের কারণে আচমকাই থেমে গিয়েছিল সিদ্ধার্থের জীবনের স্পন্দন। তাঁর অকালমৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল গোটা বিনোদন জগৎ।
আরও পড়ুন: আমি ৫৭, রূপালি ৫০, সম্মান দেওয়া উচিত… নতুন স্ত্রীকে নিয়ে মুখ খুললেন সদ্যবিবাহিত আশিস
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সিদ্ধার্থের ভক্তদের। চন্দন নামে এক তরুণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ওই ভিডিও। দেখা যাচ্ছে হুবহু সিদ্ধার্থের মতো দেখতে এক তরুণকে। এমনকী চেহারা-মুখ, কথাবার্তা, অভিনয় কিংবা সংলাপ বলার ধরন অবিকল সিদ্ধার্থেরই মতো। যা দেখে প্রথমে ফারাক বুঝতেই পারেননি নেটাগরিকরা।
আরও পড়ুন: ঠাকুমা শর্মিলার ভিটে নিয়ে কী গল্প শুনেছেন? কলকাতায় এসে যা বললেন সারা… অবাক হবেন!
ওই তরুণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে যে, তাঁর নাম চন্দন উইলফ্রিন। এমনকী বায়ো-তে লেখা অভিনেতা। এখানেই শেষ নয়, আরও লিখেছেন জুনিয়র সিদ্ধার্থ শুক্লা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চন্দন নামে ওই তরুণ আসলে নিজেও সিদ্ধার্থ শুক্লার এক জন বড় ভক্ত। আর ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে নিজের প্রিয় অভিনেতাকে স্মরণ করেন তিনি। একটি ভিডিও-তে শেহনাজের উপর সিদ্ধার্থের অনুভূতির অভিনয়ও হুবহু করে দেখিয়েছেন চন্দন। যা দেখে ভক্তরা বলছেন অসাধারণ অভিনয়। আর এই সমস্ত ভিডিও-তে সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের অফিসিয়াল অ্যাকাউন্ট ট্যাগ করেন ওই তরুণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Entertainment news