TMC group clash: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়কের অনুগামীকে খুন

Advertisement

পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাস্তা তৈরির জন্য জমি নিয়ে বচসার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। তার জেরে এক তৃণমূল কর্মীকে শাবল দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দলের অন্য এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। মৃতের নাম মনিরুল মুন্সি। এছাড়াও, কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। মৃত তৃণমূল কর্মী নওদার বিধায়ক শাহিনা মুমতাজের অনুগামী বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাস্তা তৈরির জন্য জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। ইট, বাঁশ, রড নিয়ে এক গোষ্ঠী অপরগোষ্ঠীর উপর হামলা চালায়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে দুজনের অবস্থার অবনতি হয়। তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে মৃত্যু হয় মনিরুল মুন্সির। প্রসঙ্গত, এলাকায় বিধায়কের সঙ্গে ব্লক সভাপতি দ্বন্দ্ব দীর্ঘদিনের। এদিন ব্লক সভাপতির অনুগামীরা বিধায়কের অনুগামীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

যদিও এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ বিধায়ক। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক. তবে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। কী ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।’ অন্যদিকে, ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন। তিনিও দাবি করেছেন, ‘দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এতে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু হয়নি। যা হয়েছে অন্যায় হয়েছে।’

মৃতের স্ত্রী জানান, গত দুদিন দিন ধরে ওই জমি নিয়ে ঝামেলা চলছিল। প্রথমে তাঁর স্বামী সেখানে যেতে চাননি। গতকাল তাঁর স্বামীকে ডেকে নিয়ে যাওয়া হয়। তখনই তার স্বামীকে শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের এক আত্মীয় জানান, বেশ কয়েকদিন ধরেই রাস্তা নিয়ে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার আচমকা একজন রাস্তা থেকে ইট তুলে মুন্সির উপর হামলা চালায়। তারপরে শাবল দিয়ে আঘাত করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।