President Droupadi Murmu: নয়া সংসদভবনের উদ্বোধন রাষ্ট্রপতির হাতে হওয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Advertisement

নয়া সংসদভবন উদ্বোধন ঘিরে দিল্লির রাজনীতি তপ্ত। নরেন্দ্র মোদী এই ভবন উদ্বোধনে আমন্ত্রিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দেশের রাষ্ট্রপতিকে এই ভবন উদ্বোধন করতে আমন্ত্রণ না করে কেন দেশের প্রধামমন্ত্রীকে দিয়ে এই উদ্বোধন করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন। এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ২১ টি বিরোধী দল। এরই মাঝে রাষ্ট্রপতির হাত ধরে এই সংসদভবন উদ্বোধনের আর্জি জানিয়ে মামলা যায় সুপ্রিম কোর্টে। সেই মামলা এদিন খারিজ করে দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ ও জেকে মহেশ্বরীর ভ্যাকেশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছিল। আইনজীবী সিআর জয়া সুকিন এই মামলা দায়ের করেছিলেন। কোর্ট তাঁকে জানিয়েছে, যে আর্জি তিনি নিয়ে এসেছেন তার ভিত্তি নেই। কোর্টের সময় নষ্ট করার জন্য কোর্ট যে তাঁকে জরিমানা করেনি, এই বিষয়েও সতর্ক করেছে দেশের শীর্ষ আদালত। কোর্ট জানিয়েছে, আর্টিক্যাল ৩২ এর মধ্যে নাক গলাতে যাচ্ছে না কোর্ট। তখনই আইনজীবী তাঁর মামলা তুলে নেওয়ার আর্জি জানান। সেই আর্জি খারিজ করে দেয় কোর্ট। কোর্ট বলে, মামলা তুলে নিলে, সেই মামলা যাবে হাইকোর্টে। ফলে সেটা যুক্তিযুক্ত হবে না। আর তার জেরেই এই মামলা খারিজ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। 

উল্লেখ্য, দেশের নয়া সংসদভবন উদ্বোধন হতে চলেছে ২৮ মে। মে মাসে মোদী সরকারের ৯ মাস পূর্তি। আর সেই মাসেই প্রধানমন্ত্রীর হাত ধরে এই উদ্বোধন ঘিরে ক্ষোভে ফুঁসে ওঠে বিরোধী দলগুলি। তারা একত্রিতভাবে যৌথ বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে, তারা এই উদ্বোধন বয়কট করছে। এদিকে, তারই মাঝে সিআর জয়া সুকিন সুপ্রিম কোর্টে আর্জি জানান যাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংসদভবনের উদ্বোধন করেন। তিনি তাঁর আর্জির সপক্ষে যুক্তিতে বলেন যে, দেশের রাষ্ট্রপতি পদাধিকার বলে দেশের প্রথম নাগরিক।তাই তাঁর হাত ধরেই এই উদ্বোধন হওয়া উচিত। সেই মামলা শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।