হিন্দি টেলিদুনিয়ায় একের পর এক তারকা বিয়োগ। বুধবার সকালেই টেলি অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের মৃত্যুর খবর আসে। সেই খবরের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের নক্ষত্র পতনের খবর আসে হিন্দি টেলিভিশনের দুনিয়ায়। হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হয়েছেন ‘অনুপমা’-খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে। সহকর্মী তথা কাছের বন্ধু-র আচমকা মৃত্যুর খবরে প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিলেন ‘অনুপমা’ অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। অভিনেতার শেষকৃত্যে বাঁধ মানেনি রূপালির চোখের জল। এ বার তাঁর সঙ্গে কাটানো মুহূর্তে অভিজ্ঞতা সংবাদমাধ্যমের কাছে ভাগ করে নিলেন তিনি।
নীতেশ বহু টিভি ধারাবাহিকে তো কাজ করেছেনই, সেই সঙ্গে অভিনয় করেছেন কিছু বলিউড ছবিতেও। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল সুপারহিট টিভি শো ‘অনুপমা’-তেও। সেখানে কেন্দ্রীয় চরিত্র অনুপমার স্বামী অনুজ কাপাডিয়ার বন্ধু হিসেবে এক গুরুত্বপূর্ণ এবং মজাদার চরিত্রে অভিনয় করছিলেন নীতেশ। ‘অনুপমা’ রূপালির অত্যন্ত কাছের বন্ধু ছিলেন অভিনেতা।
তাঁর সঙ্গে কাটানো ভাল মুহূর্তের কথা মনে করে রূপালি বলেন, “ইন্ডাস্ট্রির খুব কম মানুষের সঙ্গেই আমার নিয়মিত যোগাযোগ ছিল। আর নীতেশ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। আমার বিশ্রাম কালে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। এমনকী আমার ছেলে রুদ্রাংশের জন্মের পরেও নীতেশ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আসলে রুদ্রাংশের থেকে নীতেশের পুত্র আরভ মাত্র কয়েক মাসের বড়। ফলে গত সপ্তাহেই নীতেশ আমায় মেসেজ করে জানিয়েছিলেন যে, তিনি একটি ছবি এঁকেছেন। এমনকী খুব শীঘ্রই আরভ এবং রুদ্রাংশের দেখা করানোরও পরিকল্পনার কথা বলেছিলেন।”
আরও পড়ুন: প্রথম সংসার ভেঙে চুরমার! আশিসের ২য় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন শাশুড়ি শকুন্তলা
আরও পড়ুন: কলকাতায় সারা আলি খান, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে খেলেন ফুচকা, চাখলেন মিষ্টি
রূপালির কথায় উঠে এসেছে নীতেশের স্ত্রী অর্পিতার প্রসঙ্গও। অভিনেত্রী বলেন, “নীতেশের স্ত্রী একজন অ্যানিম্যাল কেয়ারগিভার। আর আমার মতো একজন ফিডারও বটে।” আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, “আমি নীতেশের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তিনি আমাকে সব সময় আগলে রাখতেন। এমনকী তিনি যখন অনুপমা-তে এসেছিলেন, তখন মনে হয়েছিল কাজের জায়গাতেও আমার প্রিয় বন্ধু রয়েছে।”
রূপালি আরও বলেন, “এই তো মে মাসের শুরুর কথা। একটা ছবি সংক্রান্ত গেট টুগেদারে যাওয়ার কথা ছিল আমার। একটু দেরিতেই সেখানে পৌঁছেছিলাম। পৌঁছেই দেখি নীতেশের গাড়ি বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন করে বলি, আমি কিন্তু দেখলাম তোর গাড়ি। শুনে বলল, তুই একটু দাঁড়া। আমি গাড়িটা ঘুরিয়ে নিয়েই আসছি। তখন আমি বলেছিলাম, না না, তুই বাড়ি যা। আগামী সপ্তাহেই তো দেখা হচ্ছে। সেই দিনের থেকে তিন সপ্তাহ হয়ে গিয়েছে। কিন্তু আমি আর নীতেশকে দেখতে পাব না। এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।