MI vs LSG: IPL-এর সর্বকালের সেরা বোলিংয়ের তালিকায় কত নম্বরে আকাশ মাধওয়াল

Advertisement

শুভব্রত মুখার্জি: এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ২২ গজকে চিরকাল মনে রাখবেন আকাশ মাধওয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের এই উঠতি পেসারের কাছে বৃহস্পতিবার রাত অর্থাৎ ২৪ মে’র রাতটা একটা অবিশ্বাস্য রাত বললেও অত্যুক্তি হবে না। যেখানে এক অনবদ্য বোলিং স্পেল করেছেন তিনি। তাঁর নিখুঁত লাইন, লেন্থের বোলিংয়ের কোনও জবাব ছিল না লখনউ সুপার জায়ান্টস‌‌‌ ব্যাটারদের। সুপার জায়ান্টসের ব্যাটিং ব্যর্থতার কারণে বিরাট ব্যবধানে হারতে হয় তাদের।আর এই ম্যাচে অনবদ্য বোলিং করে আইপিএলের ইতিহাসে সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে ফেললেন আকাশ।

আরও পড়ুন: বিশেষজ্ঞদের 2023 IPL-এর একাদশে নেই কোহলি-রোহিত-জাদেজারা, নাম নেই KKR-এর এক জনেরও

রোহিত শর্মার দলের এই নবীন পেসার চিপকে এলিমিনেটরে সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র পাঁচ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। আর এই পারফরম্যান্স করেই আইপিএলের ইতিহাসে সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন মাধওয়াল। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। ২০১৯ সালে তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১২ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের পেসার সোহেল তানভীর। ২০০৮ সালে জয়পুরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি ১৪ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। উল্লেখ্য, একমাত্র এই বছরেই পাকিস্তান ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন: টাইটান্সের ডেরায় অপ্রতিরোধ্য নন হার্দিকরা, ঘরের মাঠ হলেও লড়াই হবে সেয়ানে সেয়ানে

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। ২০১৬ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলার সময়ে বিশাখাপত্তনমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৬ টি উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন অনিল কুম্বলে। ২০০৯ সালে আরসিবির হয়ে কেপটাউনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র পাঁচ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। আকাশ মাধওয়াল চিপকে বৃহস্পতিবার ৩.৩ ওভার বল করে পাঁচ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। এদিন প্রেরক মানকড়, আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, রবি বিষ্ণোই এবং মহসিন খানের উইকেট তুলে নেন আকাশ। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করেই মুম্বই দল ৮১ রানের বিরাট ব্যবধানে জয় পায়।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।