লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে উঠলেও আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে গুজরাট টাইটানসকে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়ারা সম্মুখমরে মুম্বই ইন্ডিয়ান্সের। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই চার নম্বর দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করে। তারা এলিমিনেটর ম্যাচে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। এখন দেখার যে, আমদাবাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রতিপক্ষকে টেক্কা দেয় কোন দল। যারা জিতবে, ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। যারা হারবে, তাদের আইপিএল অভিযান শেষ এখানেই।
আমদাবাদে বৃষ্টি
ম্যাচের আগে বৃষ্টি শুরু আমদাবাদে। ঢাকা দেওয়া রয়েছে পিচ। খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে মুম্বই
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে গুজরাট ও মুম্বই। ২টি ম্যাচ জিতেছে মুম্বই, একটি ম্যাচ জিতেছে গুজরাট। সুতরাং, গুজরাটের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলের প্রথম লেগে হার্দিকরা হারিয়ে দেন রোহিতদের। ফিরতি লেগে জয় তুলে নিয়ে মধুর প্রতিশোধ নেন রোহিতরা।