ফের শাসক দলের বিরুদ্ধে আদালতে শুভেন্দু, এবার কোন নালিশ ঠুকলেন বিরোধী দলনেতা | নবজোয়ার যাত্রায় ভোটাভুটিতে পুিলশ মোতায়েনে আপত্তি জানিয়ে আদালতে শুভেন্দু অধিকারী

Advertisement

West Bengal

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News
Advertisement

আবারও শাসক দলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠুকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে যে গণভোট হচ্ছে তাতে কেন পুলিশ মোতায়েন করা হচ্ছে? তার িবরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী।

মামলা দায়েরের ক্ষেত্রে অবশ্য সরাসরি শাসক দলের নাম নেননি তিনি। একটি রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন। তিনি অভিযোগে লিখেছেন একটি আঞ্চলিক দল দলীয় ভোটে কেন পুলিশ মোতায়েন করছে। তার জন্য কোনও টাকা কি সরকারি খাতে জমা দেওয়া হয়েছিল। প্রশ্ন তুলেছেন তিনি।

ফের শাসক দলের বিরুদ্ধে আদালতে শুেভন্দু

প্রসঙ্গত উল্লেখ্য গতকালই জাতীয় সড়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল করার প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী আদালতে অভিযোগ করেছিলেন জাতীয় সড়ক আইন অমান্য করে মিটিং মিছিল করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন অনুযায়ী জাতীয় সড়কে মিটিং মিছিল করতে হলে আগে থেকে অনুমতি নিতে হয়।

কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও রকম অনুমতি না নিয়েই ফারাক্কায় জাতীয় সড়কের উপরে নবজোয়ার যাত্রার মিটিং-মিছিল করেছেন। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত নবজোয়ার যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নবজোয়ার যাত্রায় পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের জন্য গণভোট নিচ্ছেন তিনি। সেই গণভোটের সময় উত্তর দিনাজপুর এবং কোচবিহারের একাধিক জায়গায় তুমুল অশান্তি হয়েছে।

ফের শাসক দলের বিরুদ্ধে আদালতে শুেভন্দু

ভোট বাক্স লুঠ থেকে শুরু করে ব্যালট পেপার ছিনতাই পর্যন্ত হয়েছে। তাই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কোনও ভাবেই অশান্তি করে টিকিট পাওয়া যাবে নাষ। কোনো দাদাকে ধরে টিকিট মিলবে না। এলাকার মানুষ তাঁদের প্রার্থী বাছাই করবেন। একের পর এক জায়গায় গণভোটে অশান্তির ঘটনার পর পুলিশ মোতায়েন করে গণভোট নেওয়া হয়েছে।

তার প্রতিবাদ জানিয়ে রাজ্যপুলিশের ডিজিকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাতে কোনও উত্তর তিনি পাননি বলে আদালতে অভিযোগ করেছেন। তাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা নিয়ে একাধিক অভিযোগ করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারীকে।

আবার অভিষেকের পাল্টা সভা করেও ছাড়েননি তিনি। কিন্তু একাধিক জায়গায় অভিষেকের পাল্টা সভা করতে গিয়ে পুলিশের সঙ্গে অনুমতি নিয়ে বিরোধ বেঁধেছে। মালদহে পুলিশ অনুমতি দেয়নি সভা করার। শেষে হাইকোর্টে গিয়েছিলেন তিনি।হাইকোর্ট থেকে সভা করার অনুমতি নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েতক ভোটের আগে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা নিয়ে ভয় পেয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই অভিষেকের সভার আপত্তি জানাচ্ছে তারা। এমনকী অভিষেকের সভার জনজোয়ার দেখেও ভয় পেয়েছে বিরোধীরা এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

English summary

Suvendu Adhikary case aginst TMC

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।