আশিষ-রূপালির দ্বিতীয় ইনিংসের ছবি ভাইরাল, শুভেচ্ছাবার্তা এল কাদের থেকে

Advertisement

বৃহস্পতিবার, ২৫ মে দ্বিতীয়বার বিয়ে সারলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। ৫৭ বছর বয়সে এসে শুরু করলেন বিবাহ জীবনের দ্বিতীয় ইনিংস। রূপালি বড়ুয়ার সঙ্গে এদিন তিনি রেজিস্ট্রি ম্যারেজ সারেন।

প্রাক্তন স্ত্রী রাজোশি বড়ুয়াকে ভুলে অসমের রূপালি বড়ুয়াকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। অভিনেতার আগের বিবাহ জীবন ছিল ২২ বছরের। তাঁদের সেই সম্পর্ক ভাঙার ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছিল। এবার আবার দ্বিতীয় বিয়ে করে চমকে দিলেন অভিনেতা।

রূপালি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। তাঁর বয়স ৫০ বছর। কলকাতায় এক নামী ফ্যাশন বিপণির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে কলকাতাতেই এদিন তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের একদিনের মাথাতেই তাঁদের রেজিস্ট্রির একাধিক ছবি ভাইরাল হয়।

আশিষের পরনে ছিল দক্ষিণ ভারতীয় ধুতি আর ঘিয়ে রঙের পঞ্জাবি এবং চোখে ছিল সবুজ রঙের চশমা। তাঁর গলায় অসমিয়া গামছাও দেখা যায়। অন্যদিকে নববধূ রূপালি পরেছিলেন সাদা রঙের অসমিয়া মেখলা। নববধূর গায়ে গাভর্তি সোনার গয়না। বিয়ের পর নতুন বউকে এক চিলতে সিঁদুর পরিয়ে দেন আশিষ। দুজনকেই হাসিমুখে একাধিক ছবি তুলতে দেখা যায়।

রূপালির পোস্ট করা প্রথম দুটো ছবিতে তাঁদের নাচ করতে দেখা যায়। বিহু স্টাইলে নাচের ভঙ্গিমায় রয়েছেন তাঁরা দুজনেই। পরের একটি ছবিতে রূপালির গয়না ঠিক করে দিচ্ছেন আশিষ। এছাড়া তাঁরা একাধিক ছবি তাঁদের পরিবারের সকলের সঙ্গে তুলেছিলেন।

রূপালির প্রথম পক্ষের তরফে একটি কন্যা সন্তান আছে। তিনিও মায়ের দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন। তাঁর প্রথম স্বামী পেশায় চিকিৎসক ছিলেন। কিছু বছর আগে তিনি প্রয়াত হন। দুজনের জীবনের এই নতুন ইনিংসে অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।