West Bengal
oi-Kousik Sinha

ব্যাক্তিগত পরিচয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই! এমনটাই দাবি কুন্তল ঘোষের। কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি তৃণমূলের বহিষ্কৃত যুব নেতাকে জেরা করতে জেলে পৌঁছন সিবিআই আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে তাঁকে জেরা করা হয়। আর সেখানেই নাকি এমনটাই দাবি কুন্তল করেছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আনেন কুন্তল ঘোষ। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে। এমনকি এই মর্মে আদালতে চিঠিও দেন বহিষ্কৃত যুব নেতা।

শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চিঠি লিখে শেক্সপিয়ার থানাতে অভিযোগও জানায় সে। আর তা নিয়ে যাবতীয় বিতর্ক। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। দীর্ঘ ৯ ঘন্টা ধরে তাঁকে জেরা করা হয়। এই অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করেছে সিবিআই।
আর সেই জিজ্ঞাসাবাদেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যাক্তিগত আলাপ নেই বলেই কুন্তল ঘোষ তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে কুন্তল ঘোষকে চেনেন না বলে ইতিমধ্যে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আর সেখানেই কুন্তলকে চেনেন কিনা জিজঙ্গেস করা হলে অভিষেক জানান তিনি চেনেন না। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামে চিঠি লিখতে কেউ চাপ দিয়েছিলেন কিনা তাও কুন্তলের কাছে জানতে চান তদন্তকারীরা। আর তাতে প্রাক্তন তৃণমূল নেতার দাবি, তিনি নিজে থেকেই এই চিঠি দিয়েছেন। এজন্যে তাঁকে কেউ চাপ দেয়নি।

এছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন কুন্তলের কাছ থেকে জানার চেষ্টা করে সিবিআই। জানা গিয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ-না বলে কুন্তল এড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে অভিষেককে যে কুন্তল চেনে না তা মানতে নারাজ তদন্তকারী সংস্থা। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যে কুন্তল ঘোষকে কয়েক দফায় জেরা করেছে সিবিআই এবং ইডি।
অন্যদিকে আজ কুন্তল চিঠি মামলাতে সুপ্রিম কোর্টে গেলেও মেলেনি স্বস্তি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী ১০ জুলাই ফের এই মামলার শুনানি হবে। তবে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবে কিনা তা স্পষ্ট নয়। তবে অভিষেকের দাবি, নবজোয়ার ঠেকাতে তাঁকে ফের তলব করা হবে।
English summary
Kuntal Ghosh claims he does not know Abhishek banerjee personally