বাংলা নিউজ > ঘরে বাইরে > Medicine: এবার সম্ভবত ওষুধের পুরো পাতাই কিনতে বাধ্য হতে পারেন ক্রেতা! কী বলছে রিপোর্ট?
Advertisement
Updated: 25 May 2023, 08:08 PM IST
Sritama Mitra
প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে একজন ক্রেতাকে মেডিসিনের পুরো পাতা কিনতে হতে পারে। এতে শুধু প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে ওষুধ কেনাই হয়ে যাবে না, এর সঙ্গে ক্রেতার ওপর বাড়তি খরচের বোঝাও চেপে যাবে।
1/4একটু জ্বর জ্বর লাগছে, আর দোকানে গিয়ে ২ টো প্যারাসিটামল নিয়ে নেওয়া হয় অনেক সময়ই। কিম্বা হজমের গণ্ডগোল মনে হচ্ছে, তখনই পাড়ার ওসুধের দোকান থেকে ছুটে গিয়ে হজমের হাফ পাতা ট্যাবলেট কিনে বাড়ি নিয়ে আসেন অনেকে। তবে এবার থেকে আর একটি দু’টি নয়, সম্ভবত পুরো ওষুধের পাতাই কিনতে হবে ক্রেতাকে। এমন এক বিধি আসতে পারে বলে খবর। 2/4এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে একজন ক্রেতাকে মেডিসিনের পুরো পাতা কিনতে হতে পারে। এতে শুধু প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে ওষুধ কেনাই হয়ে যাবে না, এর সঙ্গে ক্রেতার ওপর বাড়তি খরচের বোঝাও চেপে যাবে। 3/4প্রতিবেদনে এক সূত্রের তথ্য তুলে ধরে বলা হচ্ছে, আসন্ন ভবিষ্যতে যদি কেউ তিনটি ট্যাবলেট নিতে চান, তাহলে তাঁকে পুরো ট্যাবলেটের পাতা কিনতে হতে পারে। রিপোর্ট বলছে,কনজিউমার অ্যাফেয়ার্সের এক সূত্র এই তথ্য জানিয়েছে। এদিকে, কেন্দ্র আগাম ইঙ্গিতে জানিয়ে দিয়েছে, ওষুধের প্যাকেজিংয়ে তারা পরিবর্তন আনছে।
4/4উল্লেখ্য, অনেক সময়ই ওষুধের পাতা কাটতে গিয়ে ‘এক্সপায়ারি ডেট’ এর অংশ স্ট্রিপে বাদ পড়ে যায়। সেক্ষেত্রে যাতে প্রতি স্ট্রিপের সঙ্গে এই তারিখ লেখা থাকে, সেই উদ্দেশেই ওষুধের প্যাকেজিংয়ে বদলের প্রসঙ্গ এসেছে। এদিকে, সদ্য বিভিন্ন ফার্মা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অফিসারদের সঙ্গে কেন্দ্র হাইভোল্টেজ বৈঠকে বসে। সেখানেই ওষুধের নয়া প্যাকেজিংয়ের কথা তুলে ধরা হয়েছে। জানা যাচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্যাকেজিং করার পথে হাঁটছে কেন্দ্র। ফাইল ছবি : মিন্ট