Malda News: মালদায় মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

Advertisement

মালদায় ফের গণধর্ষণের অভিযোগ। মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য যুবক পলাতক। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানায় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক নাবালিকার পূর্ব পরিচিত। নাবালিকা নিজের বাড়ির কাছে ঘোরাফেরা করছিল। সেই সময় অভিযুক্ত ওই দুই যুবক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে, নাবালিকার চিৎকার শুনে সেখানে ছুটে আছেন আসেন এলাকার লোকজন। তবে ততক্ষণে অভিযুক্ত দুই যুবক সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে গেলেও তাদের পরিচয় জানতে বিশেষ অসুবিধা হয়নি স্থানীয়দের। দুজনে নাবালিকার পূর্ব পরিচিত হওয়ায় তাদের নাম জানিয়ে দেয় ওই নাবালিকা। এরপরে গ্রামবাসীরা অভিযুক্তদের মধ্যে এক যুবককে ধরে ফেলে। এই ঘটনায় নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় মোথাবাড়ি থানায়। পরে পুলিশ এসে ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ নাবালিকার শারীরিক পরীক্ষা করেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই মালদাতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ক্ষেতের মধ্যে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। সে ক্ষেত্রে ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এছাড়া মালদার গাজোলে স্কুলে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তদন্তে নামে পুলিশ। পাশাপাশি জেলা প্রশাসন তদন্তে নামে। নারী এবং শিশু শিক্ষা কমিশনের সদস্যরা ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে। এছাড়া, সম্প্রতি কোচবিহারের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে কার্যত রণক্ষেত্র বাঁধে কালিয়াগঞ্জে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।