IPL 2023: তিলক হঠাৎ গালি দিতে গেলেন সূর্যকে! কোন নিষ্ঠুর রসিকতায় ক্ষুব্ধ হলেন তরুণ তুর্কী?- ভিডিয়ো – MI star Suryakumar tried a prank on Tilak on their flight to Ahmedabad after beating LSG in IPL 2023 Eliminator

Advertisement

বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের ৮১ রানের বড় জয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়াররা একেবারে ফুরফুরে মেজাজে রয়েছেন। ম্যাচ খেলার উত্তেজনা এবং ধকলে তারা ক্লান্ত হলেও, উচ্ছ্বাসের খামতি ছিল না পুরো দলের মধ্যে।

মুম্বই ইন্ডিয়ান্স যখন কোয়ালিফায়ার-টু-র ম্যাচ খেলার জন্য আমদাবাদে উড়ে যাচ্ছিল, তখন তিলক ভার্মার উপর প্র্যাঙ্ক করার চেষ্টা করেন সূর্যকুমার যাদব। যে ভিডিয়োটি মুম্বই ইন্ডিয়ান্সের তরফেই শেয়ার করা হয়েছে। এবং সেটি দেখে পুরো নেটপাড়া হেসে গড়াচ্ছে। প্রসঙ্গত, মুম্বই কোয়ালিফায়ার টু-র ম্যাচে শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। যারা জিতবে, তারা ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে।

আরও পড়ুন: শুভমনের বোনকে হেনস্থা, দ্রুত পদক্ষেপের জন্য দিল্লি মহিলা কমিশনের নোটিশ পুলিশকে

আমদাবাদ উড়ে যাওয়ার সময়ে ক্লান্তিতে অঘোরে ঘুমিয়ে পড়েছিলেন তিলক বর্মা। তখন স্কাই বিমানের ক্রুদের কাছ থেকে লেবুর টুকরো নিয়ে ঘুমন্ত তিলকের মুখে রস চিপে দেন। মুখে টক রস জেতেই তরুণ ব্যাটার ধড়মড় করে উঠে পড়েন। এবং প্রথমে তিনি বুঝতেই পারেননি, কী ঘটেছে। পরে বুঝে সূর্যকে গালি দিতে যান, কিন্তু ক্যামেরা চলছিল বলে নিজেকে সামলে নেন। মুম্বইয়ের ইন্ডিয়ান্সের প্লেয়ার এবং সাপোর্ট স্টাফেরা এই কাণ্ডে হেসে কুটিপাটি হয়।

বুধবার আকাশ মাধওয়ালের বিস্ফোরণে একেবারে কেঁপে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৫ রানে ৫ উইকেট নিয়ে লখনউয়ের ব্যাটিং অর্ডার একেবারে গুঁড়িয়ে দেন তিনি। মূলত আকাশ মাধওয়ালের দুর্দান্ত বোলিং এবং তিনটি খারাপ রানআউটের কারণে লখনউ ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায়। লখনউয়ের মার্কাস স্টোইনিস ৪০ রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ।

আরও পড়ুন: তিনটে হাস্যকর রানআউটে ম্যাচ হাতছাড়া লখনউয়ের, কমন ফ্যাক্টর হুডা

এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই। ক্যামেরন গ্রিনের (৪১) এবং সূর্যকুমার যাদবের (৩৩) হাত ধরে ৮ উইকেটে ১৮২ রান করে মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা নেহাল ওয়াধেরা ডেথ ওভারে ১২ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন। দু’টি চার এবং দুটি ছক্কা মেরে মুম্বইকে একটি লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। লখনউয়ের হয়ে নবীন-উল-হক ৪টি এবং যশ ঠাকুর ৩টি উইকেট নেন। এ দিকে রান তাড়া করতে নেমে আকাশ ঝড়ে খড়কুটোর মতোই উড়ে যায় লখনউ সুপার জায়ান্টস। ৮১ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার-টু-তে পৌঁছয় মুম্বই।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।