BJP Joining: আগুনের স্ফূলিঙ্গের মধ্যে ছিলাম, BJPতে যোগ দিয়ে বললেন TMCর প্রাক্তন পঞায়েত প্রধান

Advertisement

পঞ্চায়েত ভোটের মুখে নদিয়ায় ফের তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় ১০০ জন। বৃহস্পতিবার বেথুয়াডহরিতে বিজেপির এক কর্মসূচিতে দলবদল করেন তাঁরা। যদিও তৃণমূলের দাবি, দুর্নীতির অভিযোগ থাকায় টিকিট পাবেন না বুঝে বিজেপিতে গিয়েছেন তাঁরা।

এদিন মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলি প্রধান ঝুমারানি সরকার প্রায় ১০০ জন অনুগামীকে নিয়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে দলবদল করেন তাঁরা। ২০২১ সালের জুলাই মাসে ঝুমারানির বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই সদস্যরা। দুর্নীতির অভিযোগে তাঁকে মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে অপসারণ করা হয়। বৃহস্পতিবার বিজেপিতে নাম লিখিয়ে সেই ঝুমারানি বলেন, ‘এতদিন আগুনের স্ফূলিঙ্গের মধ্যে ছিলাম। এবার একটু স্বস্তি পাব। তৃণমূলে এত দুর্নীতি যে আর সহ্য করা যাচ্ছিল না।’ তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটে এলাকায় তৃণমূলের অস্তিত্ব খুঁজে পাবেন না। আরও বহু তৃণমূল কর্মী দলবদল করতে মুখিয়ে আছেন’।

পালটা তৃণমূলের দাবি, দুর্নীতির অভিযোগে অপসারিত পঞ্চায়েত প্রধান জানতেন যে তিনি আগামী নির্বাচনে টিকিট পাবেন না। তাই বিজেপিতে যোগদান করে নিজের টিকিট পাকা করার চেষ্টা করছেন তিনি। তাঁর দলত্যগে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।