বাংলা নিউজ > ঘরে বাইরে > Amit Shah: ‘আলোচনাতেই শান্তি ফিরবে’, বার্তা শাহের, হিংসা কবলিত মণিপুরে শীঘ্রই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী
Advertisement
Updated: 25 May 2023, 06:20 PM IST
Sritama Mitra
অমিত শাহ বলেন,’ মণিপুরে কোর্টের নির্দেশের ফলে কিছু সংঘাত লেগেছে। মণিপুরের ভাইদের প্রতি আমি আবেদন করব যাতে তাঁরা শান্তি বজায় রাখেন ও আস্থা রাখেন সিস্টেমে।’
1/5মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে বড় বার্তা দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র আলোচনার মাধ্যমেই হিংসা কবলিত মণিপুরে শান্তি ফিরিয়ে আনা যাবে। তিনি বলেন, খুব শিগগিরিই তিনি নিজে যাচ্ছেন মণিপুর সফরে। উল্লেখ্য, অসমেপ গুয়াহাটির প্রান্তিক এলাকা চাঙ্গসারিতে ন্যাশনাল ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন অমিত শাহ। . (ANI Photo/Shrikant Singh) (HT_PRINT)2/5গুয়াহাটির অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশে ভাষণে অমিত শাহ বলেন,’ মণিপুরে কোর্টের নির্দেশের ফলে কিছু সংঘাত লেগেছে। মণিপুরের ভাইদের প্রতি আমি আবেদন করব যাতে তাঁরা শান্তি বজায় রাখেন ও আস্থা রাখেন সিস্টেমে। দুই গোষ্ঠীর মানুষকেই আগে শান্তি বজায় রাখা নিয়ে ভাবতে হবে। আমি সবাইকে আশ্বাস দিচ্ছি যে কেন্দ্র থেকে ন্যায় বিচার আসবে। যাঁরা হিংসায় প্ররোচনা দিচ্ছেন, তাঁদের ছেড়ে দেওয়া হবে না।’ (PTI) (HT_PRINT)3/5উল্লেখ্য, বর্তমানে অশান্ত মণিপুর। মেইতি ও কুকিদের মধ্যে সংঘাতে সেরাজ্যে ৩ মে পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হচ্ছে। মণিপুরের বিভিন্ন জায়গায় হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। কোথাও ১ কিলো আলু ১০০ টাকা, কোথাও লিটার প্রতি পেট্রোল ১৭০ টাকা। এই পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থা ফেরাতে সচেষ্ট প্রশাসন। Sankaradeva Kalakshetra, in Guwahati on Thursday. (ANI Photo) (HT_PRINT)
4/5অমিত শাহ বলেন, ‘আমি সমস্ত ভাইবোনদের কাছে আবেদন জানাই যে, যে স্বাভাবিক ছন্দ গত ৬ বছরে ছিল তা ধরে রাখতে। আমাদের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে শান্তি ও আলোচনা প্রয়োজন, যাতে কেউ অন্যায় অবিচারের শিকার না হন।’ (ANI Photo/Shrikant Singh) (HT_PRINT)5/5দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আগামী কয়েকদিনের মধ্যে সেরাজ্যে যাব। তিন দিন ধরে আলোচনা করব সব ভাইবোনেদের সঙ্গে, যাতে সেরাজ্যে শান্তি আসে। তবে শান্তি শুধু সেরাজ্যের মানুষের দ্বারাই আসবে। আমি সকলের কাছে আর্জি জানাচ্ছি অবিশ্বাস ছেড়ে সরকার ও কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করুন শান্তির রাস্তা খুঁজতে। আমি নিশ্চিত যে আলোচনাতেই শান্তি আসবে। ’ (PTI Photo) (PTI05_25_2023_000133B) (HT_PRINT)