বিয়ের আগেই কি ‘মিসেস চাড্ডা’, বাগদান হতেই নামবদল পরিণীতির? শুনে কী বললেন নায়িকা…|after engagement parineeti chopra returns to work days netizens call her mrs chadha – News18 Bangla

Advertisement

মুম্বই: রাজনীতি ও অভিনয় জগতের মেলবন্ধন৷ শুরু হয়েছে নয়া পথচলা৷ গত ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া৷ এতদিন প্রেম নিয়ে নীরব থাকলেও কতটা প্রেমে তিনি মজে আছেন তা এখন সকলের মুখে মুখে৷ দিল্লির কাপুরথালা হাউসে পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা৷ নিজের জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন কাটিয়ে অবশেষে মুম্বইতে ফিরেছেন নায়িকা৷

বৃহস্পতিবার একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়াকে৷ সাদা প্রিন্টেড পোশাক, তার উপর ডেনিমের জ্যাকেট পরেছিলেন পরিণীতি ৷ চোখে সানগ্লাস, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রীকে হাত নাড়তেও দেখা যায়৷ শুধু তাই নয়, কিছুক্ষণের জন্য থেমে হাসিমুখে পোজও দেন নায়িকা৷ পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিও নেটদুনিয়ার হটকেক৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷

Published by:Riya Das

First published:

Tags: Bollywood Actress, Parineeti Chopra, Viral Photos

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।