West Bengal
oi-Kousik Sinha

নীতি আয়োগের বৈঠকের দিনেই এগরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
সেখানে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই এগরায় যাচ্ছেন তিনি। গত ১০ দিন আগে সেখানেই প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে মুল অভিযুক্ত সহ ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। এবার সেখানেই যাচ্ছেন প্রশাসনিক প্রধান।

যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এগরা সফরে বিস্ফোরণস্থল ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি আহতদের সঙ্গেও দেখা করার কথা আছে। আর সেই সময়ে বড় কিছু ঘোষণা মুখ্যমন্ত্রী করতে পারেন বলে মনে করা হচ্ছে।
চাকরি থেকে ক্ষতিপুরণ একাধিক ঘোষণা তিনি করতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সেখান থেকে সোজা শালবনি পৌঁছানোর কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। নবজোয়ার কর্মসূচিতে একের পর এক জেলায় পৌঁছে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনিতে সভা করার কথা রয়েছে তাঁর।
সেই সভাতেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা কিনা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, রবিবার নইয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে।

আদিবাসী রাষ্ট্রপতি বলে যে বিজেপি প্রচার করছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে আক্রমণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আদিবাসীদের কথা বললেও আদৌতে এমন ব্যবহার করা হয় তা শালবনির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করতে পারেন বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি ফের একবার বিরোধী জোটের কথাও তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে দ্বিতীয় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুর্শিদাবাদে যোগ দিয়েছিলেন তিনি।
English summary
Mamata Banerjee is going to Egra, may join rally with Abhishek Banerjee