Purulia Bankura
oi-Kousik Sinha

দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টাকা আদায়ে তিনিই অবস্থানে বসবেন বলেও জানিয়েছেন। নবজোয়ার কর্মসূচি নিয়ে একের পর এক জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার রাতেই পুরুলিয়াতে পৌঁছে যান তিনি।
সেই মতো আজ বৃহস্পতিবার পুরুলিয়ার হুটমুড়ায় সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। শুধু তাই নয়, এবার দেশের প্রধানমন্ত্রী বদলের ডাকও শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে।

১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। যা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ধর্নায় পর্যন্ত বসেছেন। পাওয়া টাকার দাবিতে দিল্লিতে পর্যন্ত গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাজ হয়নি। এই অবস্থায় ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত এমন মানুষের কাছ থেকে লাখ লাখ চিঠি নিয়ে দিল্লিতে সরব হওয়ার কথা আগেই জানিয়েছিলেন।
এবার টাকা আদায়ে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসার হুঁশিয়ারি তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। এমনকি টাকা প্রাপকদের নিয়ে সঙ্গে নিয়ে যাওয়ার কথাও জানালেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি নিয়ে আরও বেশ কয়েকটি জেলাতে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তা শেষ হলেই অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলেও হুঁশিয়ারি তাঁর।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কার্যত ব্যাক টু ব্যাক ভোট। এই অবস্থায় এহেন বার্তা তৃণমূলকে বাড়তি মাইলেজ দেবে বলেই মত রাজনৈতিকমহলের। পাশাপাশি লোকসভা ভোটের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বদলের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। শুধু তাই নয়, অনেক নোটবন্দি-নোট বাতিল হয়েছে বলেও মন্তব্য তাঁর। এবার লাইনে দাঁড়ালে প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে বলেও বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাল্টা কড়া ভাষায় অভিষেককে আক্রমণ শানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, কেলেঙ্কারি নিয়ে কথা নেই। মানুষ সব দেখতে পাচ্ছে। যথা সময়ে উত্তর দেবে বলেও দাবি বিজেপির।
English summary
Abhishek Banerjee says he will agitate in Delhi against Prime Minister