তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন তৃণমূল নেতা, আহত ৮! বিস্ফোরক স্বীকারোক্তি বিধায়কের | মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে এক তৃণমূল নেতার মর্মান্তিক খুন

Advertisement

Midnapore

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! আর সেই কোন্দলের মধ্যে খুন এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম মনিরুল মুন্সী (৪২) বলে জানা গিয়েছে। সে স্থানীয় তৃণমূল বিধায়কের অন্তত ঘনিষ্ঠ ছিলেন বলেই জানা গিয়েছে। ঘটনায় আহত অন্তত ৭ থেকে আটজন।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারনেই এই ঘটনা বলে ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন নওদার বিধায়ক সাহিনা মমতাজ খান।

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন তৃণমূল নেতা

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের নওদা ব্লকের রাজপুর গ্রাম এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গ্রামের কাঁচা রাস্তা তৈরি করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। আর তা নিয়েই নওদার বিধায়িকা গোষ্ঠীর লোকজন ও ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি তারপর রড লাঠি ইট নিয়ে শুরু হয় দুই পক্ষের ব্যাপক মারধর হয় বলে দাবি স্থানীয় মানুষজনের।

যদিও ঘটনা ভয়ঙ্কর আকার নেওয়ার আগে পুলিশের তরফে সাবধান করা হয়েছিল। কিন্তু এরপরেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনায় আহত হয় দুই পক্ষের প্রায় ৭ থেকে ৮ জন ব্যক্তি। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মনিরুল মুন্সী নামে ওই তৃণমূল কর্মীর।

মৃত মনিরুল নওদার তৃণমূল বিধায়িকা সাইনা মনতাজের গোষ্ঠীর লোকজন বলেই পরিচিত। ঘটনায় আহতদের মধ্যে একজনে আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনার পরেই নওদার ব্লক সভাপতি সফিউর জামান শেখ (হাবিব মাষ্ঠার) সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে খুনের অভিযোগ তুলেছে বিধায়ক ঘনিষ্ঠরা।

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন তৃণমূল নেতা

যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা মেনে নিয়েছেন বিধায়ক সাহিনা মমতাজ খান। তিনি জানিয়েছেন, মৃত মনিরুল তৃণমূলের লোক ছিলেন। শুধু তাই নয়, নিজেদের মধ্যে ঘটনা বলেও মেনে নিয়েছেন সাহিনা। বারবার সাবধান করা সত্ত্বেও অশান্তি বলেও মেনে নিয়েছেন।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও ঘটনায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি, পুলিশ ঘটনায় তদন্ত করছে। কাউকে এই ঘটনায় ছাড় দেওয়া হবে না। সবাই শাস্তি পাবে।

English summary

TMC leader murdered due to inner clash in Naoda, Murshidabad

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।