WC-এর ব্যর্থতা কাটিয়ে বাংলাদেশ সফরে যাওয়ার আগে, দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ টিপস পেলেন হরমনরা

Advertisement

২৩ ফেব্রুয়ারি কেপটাউনে আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারের পর থেকে ভারতের মহিলা ক্রিকেট টিম কোনও ম্যাচ খেলেনি। বিশ্বকাপের পর প্রথম বারের মতো ভারতের মহিলা ক্রিকেট দল জুনে বাংলাদেশ সফরের হাত ধরে ফের ক্রিকেটে ফিরবে। এমনটাই দাবি করেছে টাইমস অফ ইন্ডিয়া।

একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেছে, ‘এই সফরে তিনটি ওডিআই খেলা হবে। তার পরে সম সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দল। ভারতের মহিলা দল বর্তমানে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে রয়েছে। একটি প্রি-ট্যুর হাই-পারফরম্যান্স ক্যাম্প চলছে তাদের।’

রাহুল দ্রাবিড় আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য লন্ডনে উড়ে যাওয়ার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ভারতীয় মহিলা দলের সঙ্গে কিছু ভালো সময় কাটিয়েছেন। এবং বাংলাদেশ সফরের আগে মহিলা ক্রিকেটারদের তিনি পেপটক দিয়েছেন।

আরও পড়ুন: T20 ক্রিকেটে অ্যাঙ্করের কোনও ভূমিকাই নেই- কোহলির একেবারে উল্টো দাবি রোহিতের

বর্তমানে ভারতীয় মহিলা দলের বাংলাদেশ সফরের আগে এনসিএ-তে একটি কন্ডিশনিং ক্যাম্প চলছে। বিসিসিআই টুইটে লিখেছে, ‘ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ দ্রাবিড় মহিলাদের জাতীয় দলের সঙ্গে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। মহিলা ক্রিকেটাররা প্রস্তুতি, ধারাবাহিক উন্নতি এবং সেরা হওয়ার জন্য নিরলস চেষ্টা করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছে। মহিলা ক্রিকেটারদের সময় দেওয়ার জন্য দ্রাবিড়কে বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ।’

হরমনপ্রীতদের সঙ্গে কথা বলার সময় দ্রাবিড়ের সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণও। জাতীয় মহিলা ক্রিকেট দলের সব সদস্যই উপস্থিত ছিলেন।

ভারতীয় মহিলা দলের কোচ এখনও ঠিক হয়নি। নতুন প্রধান কোচ খোঁজার জন্য বিসিসিআইয়ের প্রক্রিয়া এখনও চলছে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার হৃষিকেশ কানিতকার, যিনি দলের ব্যাটিং কোচও, বাংলাদেশ সফরের জন্য অন্তর্বর্তীকালীন দলের দায়িত্বে থাকতে পারেন।

আরও পড়ুন: ভারতীয়দের মধ্যে IPL-এর ৫০ ইনিংসে সবচেয়ে বেশি রান, সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রুতুরাজ

এ দিকে প্রায় একই সময়ে জুনের মাঝামাঝিতে ভারতের মহিলা ‘এ’ টিম হংকংয়ে উদীয়মান দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপে অংশগ্রহণ করবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের আউটফিল্ড সংস্কার করা হচ্ছে: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী কয়েক মাস কোনও ম্যাচ হবে না বলে জানা গিয়েছে। কারণ এই বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের জন্য মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পুরো আউটফিল্ডটি সংস্কার করা হচ্ছে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।