LSG vs MI Eliminator Live: ‘হারের হ্যাটট্রিক’ করেছেন রোহিতরা, চারবারের চেষ্টায় লখনউকে হারাতে পারবে মুম্বই?

Advertisement

১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকে আইপিএল ২০২৩-এর প্লে-অফে ওঠে লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে শেষ চারে জায়গা করে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এবার চিপকে আইপিএল ২০২৩-এর এলিমিনেটরে সম্মুখসমরে লখনউ ও মুম্বই। যারা জিতবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়ে যাবে। তবে যারা হারবে, তাদের আইপিএল অভিযান শেষ হয়ে যাবে এবারের মতো। এখন দেখার যে, গুরুত্বপূর্ণ এলিমিনেটরে শেষ হাসি হাসে কারা।

24 May 2023, 06:26:54 PM IST

মুখোমুখি সাক্ষাতে একতরফা এগিয়ে লখনউ

গতবছর আইপিএলে আত্মপ্রকাশ করা লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তিনটি ম্যাচেই তারা মুম্বইকে হারিয়ে দেয়। সুতরাং, মুখোমুখি লড়াইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ এগিয়ে সুপার জায়ান্টস। লখনউয়ের কাছে ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক করা রোহিতরা চারবারের চেষ্টায় ক্রুণাল পান্ডিয়াদের টেক্কা দিতে পারেন কিনা, সেটাই হবে দেখার। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারানো চেন্নাই সুপার কিংস আগের তিনটি ম্যাচে হার্দিকদের কাছে হেরেছিল। তারা চারবারের প্রচেষ্টায় টাইটানসকে পরাজিত করে। এবার একই রকম চ্যালেঞ্জ রোহিত শর্মাদের সামনে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।