Higher Secondary Results 2023: UPSC দেব, জানাল উচ্চমাধ্যমিকে দ্বিতীয় আবু সামাদ, প্রাইভেট টিউশন ছাড়াই সফল

Advertisement

উত্তর দিনাজপুর জেলার  রামকৃষ্ণপুর পিডিজিএমের ছাত্র আবু সামাদ। একেবারে নজর কাড়া রেজাল্ট। মেধাতালিকায় একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে আবু সামাদ। আরও অনেকটা পথ এগোতে হবে আবুকে। আবু জানে আরও লড়াই রয়েছে তার সামনে। সেকারণে এই সাফল্য়ে ভেসে যেতে একেবারেই নারাজ সে। আবুর প্রাপ্ত নম্বর  ৪৯৫। বরাবরের মেধাবী ছাত্র আবু সামাদ। গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছে সে। 

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কিছুটা লজ্জিত আবু সামাদ। গ্রামে সংবাদমাধ্যমের গাড়ি, সামনে বুম, ক্য়ামেরার ঝলকানি। বড় হয়ে কী হতে চান? আবু দুবার ভাবেননি। জানিয়ে দেন। ইউপিএসসি দেব। দৃঢ় জবাব আবু সামাদের। সর্বভারতীয় এই পরীক্ষায় যখন দেশের অন্য় রাজ্যের জয়জয়কার তখন বাংলার প্রত্যন্ত গ্রামের এই তরুণের স্বপ্ন, ইউপিএসসি দেব। 

আবু বলেন, খেলাধুলা সেভাবে পছন্দ হয়না। কোথাও কোনও রাখঢাক নেই আবুর। জানিয়ে দেন, আগামীদিনে আরও এগিয়ে যেতে চাই। 

আবু জানিয়েছেন, ভালো হয়েছে রেজাল্ট। ভালো লাগছে। হার্ড ওয়ার্ক করলে সফলতা আসবে। গর্বিত মনে করছি। কঠিন পরিশ্রম করেছি। তার ফসল পেয়েছি। এই জয় নিজেকে উৎসর্গ করলাম। তারপর আমার মা বাবাকে দেব। তারপর শিক্ষক শিক্ষিকাকে। ভেবেছিলাম প্রথম হব। কিন্তু একটু মিসটেক হয়ে গেল। সহজ সরল জবাব তার। তার সঙ্গে জানিয়ে দেন, ভেবেছি আগামীতে কী হব। কিন্তু সবাই সমালোচনা করবে বলে এখনই কিছু বলতে চাই না। গ্রামের সবাইকে বলছি পড়াশোনা করো। জীবনে এগিয়ে যাও। আমার মতো করে জেলার নাম উজ্জ্বল করো। 

আবুর এক শিক্ষক সঞ্জয় সিনহা জানিয়েছেন, আমরা চাই সে আরও এগিয়ে যাক। ভবিষ্যতে ও যেন বড় মানুষ হয়।

এদিকে অর্থের অভাবে দিনমজুর পরিবারের আবু প্রাইভেট টিউটর রাখতে পারেননি। ভবিষ্যতে আইপিএস হতে চায় সে। আর আবুর বাবা জাহিরুদ্দিন জানিয়েছেন, ছেলে দ্বিতীয় হয়েছে। আমার খুব ভালো লাগছে। খুব খুশি। একেবারে গ্রাম্য সরলতা। প্রচারের উজ্জ্বল আলো নেই। কিন্তু আছে লড়াই করার মানসিকতা। তার জেরেই হাতে মুঠোতে এল সফলতা। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।