ধোনি ফিরবেন পরের বছর, বলেই দিলেন CSK-র বোলিং কোচ

Advertisement

চিপকে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরেও এমএস ধোনি তাঁর অবসরের পরিকল্পনা প্রকাশ করেননি। পরের বছর এম চিদাম্বরমের ফিরে আসার বিষয়ে মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করছিলেন হর্ষ ভোগলে। তবে মাহি এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন এবং স্পষ্ট উত্তর দেননি। তবে ধোনির বিশেষ বন্ধু এবং তাঁর পুরনো সতীর্থ ডোয়েন ব্র্যাভো নিশ্চিত করেছেন যে মাহি পরের বছরও হলুদ জার্সি পরবেন।

আরও পড়ুন… IPL 2023 Qualifier 1 CSK vs GT: ডট বলের বদলে এটা কিসের ইমোজি? ম্যাচের পরে BCCI কেন ৪২০০০ গাছ লাগাবে?

প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের বিরুদ্ধে জয়ের পর স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে, মাহির পরের বছর খেলার প্রশ্নে ব্র্যাভো বলেন, ‘১০০ শতাংশ, বিশেষ করে প্রভাবশালী খেলোয়াড়ের নিয়মের কারণে। এটি তাঁর ক্যারিয়ারকে দীর্ঘায়িত করবে। বর্তমানে তিনি অনেক নীচে নেমে ব্যাটিং করেন। আমি মনে করি। অজিঙ্কা রাহানে এবং শিবম দুবের মতো খেলোয়াড়রা বিশাল পার্থক্য তৈরি করছে। ব্যাট হাতে আপনার এমএসের খুব একটা দরকার নেই, তবে দল চাপে থাকলে দলকে ঠাণ্ডা রাখার ক্ষমতা রয়েছে তাঁর।’

আরও পড়ুন… হঠাৎ করে ‘বেঁচে উঠলেন’ মারাদোনা! ফেসবুকে ‘কিংবদন্তির বার্তা’ ঘিরে জটিলতা

এর আগে অবসরের প্রশ্নে মাহি নিজের উত্তর দিয়েছিলেন। গুজরাটের বিরুদ্ধে জয়ের পর অবসরের প্রশ্নে স্পষ্ট উত্তর দিতে এড়িয়ে যান এমএস ধোনি। মাহি বলেন, ‘আমি জানি না। এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ৮ থেকে ৯ মাস সময় রয়েছে। এখন কেন আমার মাথাব্যথা হবে। আমি সবসময় সিএসকে-র জন্য উপলব্ধ থাকব, খেলা হোক বা বাইরে থেকে।’

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বোলারদের দাপট দেখা গিয়েছে। CSK-এর দেওয়া ১৭৩ রানের টার্গেটের জবাবে গুজরাট টাইটনস ১৫৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শুভমন গিল। বোলিংয়ে, রবীন্দ্র জাদেজা এবং মহেশ থিকসানা সিএসকে-এর হয়ে দুটি করে উইকেট নেন, আর মাথিশা পাথিরানাও শেষ ওভারে দারুণ বোলিং করেছিলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।