West Bengal
oi-Bahni Sanyal Dutta

দেউলিয়া বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস সভাপতি। তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এমনকী তাঁর স্ত্রী এবং মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে কেষ্টর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা।
জমি-বাড়ি-রাইসমিল-পাথর ক্র্যাশার কি ছিল না কেষ্টর নামে। গোটা পরিবারের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। একদিকে জামিন নামঞ্জুর না হওয়া আরেক দিকে সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া। দুই মিলে নতুন করে চাপে রয়েছে কেষ্ট। মেয়ে সুকন্যা মণ্ডলও রয়েছেন জেলে। এমনকী তাঁর দেহরক্ষী সায়গল হোসেন, হিসেব রক্ষক মণীশ কোঠারিও জেলে রয়েছেন।

বাড়ি ফেরা হল না অনুব্রত মণ্ডলের। এখনও থাকতে হবে তিহাড় জেলেই। দিল্লি আদালতে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তা খারিজ করে।
অনুব্রত মণ্ডল বেশ কয়েকবারই তিহাড় জেলে থাকাকালীন অসুস্থ ছিলেন তিনি। তাঁকে হাসপাতালেও একাধিকবার ভর্তি করা হয়েছিল। অনুব্রত মণ্ডলের আইনজীবী অভিযোগ করেছেন আদালতে জেল কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট পেশ করেনি। বারবার চাওয়া হলেও মেডিকেল রিপোর্ট দেওয়া হয়নি।
কয়েকদিন আগেই শ্বাসকষ্ট নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দিল্লির এইমস হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। তিহাড় জেলের ৭ নম্বর সেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী অভিযোগ করেছেন জেল কর্তৃপক্ষ তাঁর মক্কেলের মেডিকেল রিপোর্ট কিছুতেই তাঁর হাতে দিচ্ছেন না।
তিহাড় জেলের ৭ নম্বর সেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গ্রেফতারির আগে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছিলেন তিনি। শেষে সিবিআই একপ্রকার আচমকাই তাঁর বাড়িেত হানা দিয়ে তাঁেক গ্রেফতার করে।

আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। সেখানেই ইডির হাতে গ্রেফতার হন তিনি। কিন্তু কিছুতেই িদল্লি আসতে চাইছিলেন না অনুব্রত মণ্ডল। দিল্লি যাত্রা এড়াতে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টার মামলা পর্যন্ত শুরু হয় কেষ্টর বিরুদ্ধে। শেষে দিল্লিতে আসতেই হয় অনুব্রত মণ্ডলকে।
প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেেছ ইডি। সুকন্যাকেও তিহাড় জেলে রাখা হয়েছে। তিহারের মহিলা সেলে রয়েছেন সুকন্যা মণ্ডল। সুকন্যারও বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। কোথা থেকে সেই সম্পত্তি এল তার কোনও সদুত্তর সুকন্যা দিতে পারেননি। তারপরেই গ্রেফতার করা হয় সুকন্যা মণ্ডলকে।
English summary
Anubrata Mondal did not get bail