কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়নের টাকায় তৈরি প্রকল্প ‘ফ্লপ’! কেন্দ্রীয় দল পাঠানোর দাবি করে মমতাকে নিশানা শুভেন্দুর | কর্মতীর্থ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প ফাঁকা স্টল

Advertisement

West Bengal

oi-Dibyendu Saha

  • |
Google Oneindia Bengali News
Advertisement

রাজ্য সরকারের পরিকল্পনা ব্যর্থ, এই অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি টুইট করে কর্মতীর্থ প্রকল্পের স্টল পড়ে থাকার সরকারি নথি সামনে আনেন। যেখানে বলা হয়েছে, স্টলগুলিকে যেন স্থানীয় ক্লাবের হাতে তুলে দেওয়া হয়।

এদিন টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার কর্মতীর্থ নামে একটি প্রকল্প রাজ্যে চালু করে স্টল/দোকান তৈরি করেছিল। কিন্তু সেই প্রকল্প খুব বাজে ভাবে ফ্লপ হয়েছে বলে উল্লেখ করতে গিয়ে সরকারি নথি ব্যবহার করেছেন। সেখানে বলা হয়েছে, স্টলগুলির কোনও সরকারি ক্রেতা নেই। সারা রাজ্যে সবমিলিয়ে ৮১০ টি স্টল খালি পড়ে রয়েছে।

ফের শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়

বিরোধী দলনেতা সেখানে আরও বলেছেন, কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে বরাদ্দ করা তহবিল ব্যবহার করে কর্মতীর্থের স্টলগুলি তৈরি করা হয়েছিল। তিনি বলেছেন, এটি ছিল একটি কেন্দ্রের স্পনসর করা প্রকল্প। দেশের সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে সংখ্যালঘুদের আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্যই এই প্রকল্প।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থির অপব্যবহারই করেনি, তারা এমন একটি প্রকল্পে সেই টাকার ব্যবহার করেছে, যা পরিকল্পনা এবং তা কার্যকরা করা সঠিক হয়নি। তিনি অভিযোগ করেছেন, স্টলগুলি সঠিক জায়গায় হয়নি। এছাড়াও পরিকাঠামোও ঠিক নয়।

ফের শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়

বিরোধী দলনেতা বলেছেন, যেহেতু প্রকল্পটি খারাপভাবে ফ্লপ করেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় ক্লাবগুলির কাছে তা হস্তান্তর করার পরিকল্পনা নিয়েছেন। কোনও নিয়ম না থাকায় জেলা প্রশাসনের মাধ্যমে স্টলগুলিকে স্থানীয় ক্লাবের হাতে তুলে দেওয়া হবে। সাধারণভাবে তৃণমূলের যুক্ত থাকা ক্লাবগুলির হাতেই তা তুলে দেওয়ার পরিকল্পনা করার অভিযোগ তিনি করেছেন।

তিনি বলেছেন, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তহবিল থেকে তৈরি স্টলগুলি শেষপর্যন্ত তৃণমূলের কর্মীদের হাতেই তুলে দেওয়া হবে। যেগুলি সমাজবিরোধী কার্যকলাপের কেন্দ্রে পরিণত হবে। এর মধ্যে কোনও কোনওটি আবার বোমা মজুতের জন্য ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।

সব শেষে তিনি কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে বলেছেন, কর্মতীর্থ প্রকল্পের পর্যবেক্ষণে যেন কেন্দ্রীয় দল পাঠানো হয়। পাশাপাশি বিষয়টির সিএজি তদন্তেরও দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বলা যেতেই পারে রাজ্যের আরও এক প্রকল্পের পর্যবেক্ষণে আসতে চলেছে কেন্দ্রীয় দল।

  • অভিযুক্ত ভানু অধিকারীদের ঘনিষ্ঠ! বিস্ফোরণে মৃত্যুর নেপথ্যে ১০০ দিনের কাজ নিয়ে বিস্ফোরক কুণাল
  • ইডি-সিবিআই জেরা করতে পারে, হাইকোর্টের রায় শুনে কি বললেন শুভেন্দু অধিকারী
  • Suvendu Adhikari: আরও এক মামলায় হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর! আদালতে হাজিরার নির্দেশ খারিজ
  • ‘জাতীয় রাজনীতিতে তৃণমূল ছাগলের তিন নম্বর বাচ্চার মতো’, বিতর্কিত আক্রমণ বিজেপি বিধায়কের
  • মমতার বিরুদ্ধে হাতিয়ার মায়েরাই! কুড়মিদের ভুল বোঝানোয় দায়ী তৃণমূল নেত্রী, তীব্র আক্রমণ শুভেন্দুর
  • বিষমদ কাণ্ডে অপসৃত IC-কে এগরা বিস্ফোরণের তদন্তভার! তৃণমূল প্রমাণিত চোর, ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী
  • Egra Blast: ভানু বাগের সঙ্গে IC-র যোগ নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
  • Egra Blast: এগরা বিস্ফোরণে NIA চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর, লক্ষ্মীবারেই জরুরি শুনানি
  • Egra Blast: ‘এর হিসেব হবে’, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই’, পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করে হুঁশিয়ারি শুভেন্দুর
  • Egra Blast ‘মৃতদেহ লোপাট করছে পুলিশ’, এগরায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর
  • Egra blast: বাজি কারখানায় গোপন কুঠুরির হদিশ, আজ ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী
  • মেয়ে ছিলেন পঞ্চায়েত সদস্য, ভানু বাগের তৃণমূল যোগ নিয়ে বিস্ফোরক এগরাবাসী

English summary

After laying vacant of 810 stalls of karmatirtha scheme, Suvendu Adhikari targets Mamata Banerjee

Story first published: Wednesday, May 24, 2023, 17:34 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।