করোনার থেকেও ভয়ানক কিছু আসতে পারে, আমাদের তৈরি থাকতে হবে: WHO প্রধান

Advertisement

কোভিড-১৯-এর চেয়েও ভয়ানক ভাইরাস আসতে পারে। তার জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। সকলকে সতর্ক করে দিয়ে এমনটাই বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডাঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস। জেনেভায় বার্ষিক স্বাস্থ্য সমাবেশে ভাষণ দেওয়ার সময়ে এই সম্ভাবনা নিয়ে সচেতন হওয়ার বার্তা দেন। তিনি বলেন, ভবিষ্যতে এহেন ভয়ানক মহামারী প্রতিরোধের লক্ষ্যে আরও বেশি করে আলোচনা হওয়া প্রয়োজন। এই বিষয়টিকে সকলকে অগ্রাধিকার দেওয়ার আর্জি জানান তিনি। আরও পড়ুন: পাইকারি মুদ্রাস্ফীতিতে পতন! কোন কোন ক্ষেত্রে দাম কমল?

COVID-19 এখন আর স্বাস্থ্যগত ঝুঁকির কিছু নয়। এই বিষয়ে WHO স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মহামারী ‘শেষ হয়নি’ বলেই সতর্ক করে দিয়েছেন ডাঃ টেড্রোস।

টেড্রোস বলেন, বিশ্বকে এমন একটি ভাইরাসের জন্য প্রস্তুত থাকতে হবে, যা কোভিডের চেয়েও অনেক ভয়ানক। আরও একটি ভেরিয়েন্ট চলে আসার ভয়টা রয়েই গিয়েছে। শক্তিশালি ভেরিয়েন্ট এলেই তার থেকে নতুন নতুন রোগ ও মানুষের মৃত্যু ঘটতে পারে।

কয়েক সপ্তাহ আগেই COVID-19 মহামারী নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থার অবসানের ঘোষণা করে WHO। তার কয়েক সপ্তাহ পরেই এই সমাবেশ। আর সেখানেই ডাঃ টেড্রোস বলেন, এখন থেকেই আগামিদিনের সম্ভাব্য মহামারীর বিষয়ে সাবধান থাকতে হবে।

WHO-র কর্তা এদিন সদস্য দেশগুলির উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন। তিনি বলেন, ‘আগামিদিনে ফের মহামারীর সম্ভাবনাটিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। আমাদের দোরগোড়ায় যে কোনও সময়ে আরও ভয়ানক কোনও মহামারী এসে দাঁড়াতে বাধ্য।’

‘প্রয়োজনীয় পরিবর্তন যদি আমরা না করি, তবে কে করবে? আর যদি এখনই না করি, তাহলে কবে?’ প্রশ্ন রাখেন তিনি।

জেনেভায় ১০ দিনের বার্ষিক বিশ্ব স্বাস্থ্য সমাবেশ আয়োজিত হয়েছে। একই সঙ্গে WHO-এর ৭৫ তম বার্ষিকী চলছে। ভবিষ্যতে মহামারী, পোলিও নির্মূল করা এবং রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের স্বাস্থ্যগত জরুরী অবস্থা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সহ বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা নিয়ে এই সভায় আলোচনা করা হচ্ছে। আরও পড়ুন: Monkey Pox: কোভিডের পর এবার মাঙ্কি পক্স, জরুরী অবস্থা তুলে নিল WHO, কমেছে সংক্রমণ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।