দু’বছর বয়স হল শ্রেয়া ঘোষালের পুত্র দেবযান মুখোপাধ্যায়ের। সোমবার, ২২ মে ছিল একরত্তির জন্মদিন। বিশেষ দিনে ছেলের এলাহি আয়োজন করেছিলেন মা-বাবা।ছোট্ট দেবযানকে দুর্দান্ত উপহার দিয়েছেন মা শ্রেয়া। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টও করেন গায়িকা৷
নেটমাধ্যমে শ্রেয়া লিখেছেন, ‘আমার ছোট্ট সোনা৷ সময় যে কোন দিক দিয়ে বয়ে যায়৷ তুই এখনই দু’বছরের হয়ে গেলি৷ আজকের দিনে মা বাবার জীবনে এসেছিলি তুই৷ তোকে ধন্যবাদ মা-বাবার আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য৷ তোর মিষ্টি হাসি, ছোট্ট ছোট্ট কথা, চঞ্চল চোখ, অবুঝ খেয়ালে হাত পা নাড়া, এ সবই আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে৷ শুভ জন্মদিন আমার সোনা দেবযান৷’
শ্রেয়ার অনুরাগীরা বলেন,ছোট্ট দেবযানকে দেখতে এক্কেবারে মায়েরই মতো৷ কিছুদিন আগেই ছেলের এবং নিজের ছোটবেলার দুটু ছবি পাশাপাশি দিয়ে শ্রেয়া লেখেন ‘বলুন তো কে?’
আরও পড়ুন: প্রেমিককে জাপটে চুম্বন আলিয়ার! বলিউডে বিয়ের সানাই, বাগদান হল কাশ্যপ-কন্যার
২০২১ সালে আজকের দিনেই মা হয়েছিলেন শ্রেয়া৷ শিলাদিত্য মুখোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষালের জীবনে আবির্ভাব হয়েছিল ফুটফুটে দেবযানের৷ মা হওয়ার আবেগ তাই শ্রেয়ার কথায় স্পষ্ট৷ অবশ্য মা হলেও কাজের যায়গায় কোনও খামতি নেই শ্রেয়ার৷ ছেলেকে সামলেই সমান তালে গেয়ে চলেছেন একের পর এক হিট গান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shreya Ghoshal, Singer