তীব্র গরমে জঙ্গলেও তো আগুন লেগে যায়, বাজি কারখানার বিস্ফোরণে বৈজ্ঞানিক ব্যাখ্যা সৌগতের | তীব্র গরমে বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

Advertisement

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
Advertisement

তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে। কেন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি বলেন, জঙ্গলেও তো আগুন লেগে যায়। এই গরমে বাজি কারখানায় বিস্ফোরণ হতেই পারে। বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে তাঁর মন্তব্যে তোলপাড় রাজ্য।

রাজযের একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। বহু মানুষের প্রাণ গিয়েছে এই ঘটনায়। ফলে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাতের আবহ। এরই মধ্যে তৃণমূল সাংসদ সৌগত রায় বোমা ফাটিয়ে দিয়েছেন বাজি কারখানায় বিস্ফোরণের কারণ ব্যাখ্যায়।

বাজি কারখানার বিস্ফোরণে বৈজ্ঞানিক ব্যাখ্যা সৌগতের

তৃণমূল সাংসদ এক আজব ফর্মুলা জানিয়েছেন, তাঁর দাবি এই তীব্র গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রেখে দিলে বিস্ফোরণ হতেই পারে। তিনি বলেন, রাজ্যের ৩৮ হাজার গ্রামে কোথায় কোথায় বোমা রয়েছে তা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়।

পদার্থবিদ্যার অধ্যাপক তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, তীব্র গরম পড়েছে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রাখলে বিস্ফোরণ হতেই পারে। তৃণমূল সাংসদের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কীভাবে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন।

একজন বর্ষীয়ান সাংসদ হয়ে তিনি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে পুলিশকে এভাবে ক্লিনচিট দিতে পারেন। বিরোধীরা তাই সৌগত রায়ের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। এমনকী তিনি বোমার ফর্মুলা পর্যন্ত বলে দিচ্ছেন, সেটিও দায়িত্বশীল সাংসদের কাজ হতে পারে না।

বাজি কারখানার বিস্ফোরণে বৈজ্ঞানিক ব্যাখ্যা সৌগতের

বিজেপির কাউন্সিলর সজল ঘোষ এই মর্মে বলে, তাঁর জানা উচিত এই ধরনের মন্তব্যে কত ধরনের সমস্যা হতে পারে। অধ্যাপক হয়েই বা তিনি কী করে বোমার ফর্মুলা জনসমক্ষে বলতে পারেন। তিনি বলেন, ওনার কথা শুনে মনে হচ্ছে, রোদ বা গরমে শুধু বোমাই ফাটে না, কেউ কেউ মানসিক ভারস্যামও হারিয়ে ফেলেন।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে নারদ-কাণ্ডে টাকা নিয়ে ধন্যবাদ পর্যন্ত বলতে শোনা গিয়েছিল। সম্পূর্ণ ভেবেচিন্তে উনি এসব কাজ করেছে। তাঁর মতো অধ্যাপকের মুখে এমন আলটপকা মন্তব্য শুনতে আমাদের খারাপ লাগে। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তাল হয়ে উঠছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে। বাড়িতেও বিস্ফোরণ হচ্ছে। বিরোধীদের দাবি, নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি করতেই শাসকদলের মদতে গ্রামে গ্রামে মজুত করা হচ্ছে বোমা। সেই বোমাতেই বিস্ফোরণ হচ্ছে। এগরা থেকে বজবজ, দুবরাজপুর থকে মালদা- সর্বত্রই এক চিত্র।

English summary

Sougata Roy gives explanation of bomb blast in heat wave in WEST BENGAL

Story first published: Tuesday, May 23, 2023, 15:45 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।