Papua New Guinea: ‘আপনিই… নেতা, আপনার নেতৃত্বে চলব’ পাপুয়া নিউ গিনিতে বিরাট সমাদর মোদীকে

Advertisement

রেজাউল এইচ লস্কর

স্বাস্থ্য, অচিরাচরিত শক্তিসম্পদ ও সাইবার সুরক্ষার ক্ষেত্রে এবার অ্য়াকশন প্ল্যানের সূচনা করল ভারত। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের সঙ্গে সমণ্বয় রেখে এই কাজ করার কথা বলা হয়েছে। কারণ এই এলাকায় প্রভাব বৃদ্ধি করতে চেষ্টা করছে চিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অ্যাকশন প্ল্যানের সূচনা করেছেন।

পোর্ট মোরেসবি, পাপুয়া নিউ গিনির রাজধানীতে ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড কো অপারেশন শীর্ষক তৃতীয় সামিটে একথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪টি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পাপুয়া নিউ গিনিতে গেলেন।

এদিকে ছোট দ্বীপ রাষ্ট্রগুলিকে ঠিক কী ধরনের চ্য়ালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেটাও উল্লেখ করেন মোদী। আবহাওয়ার পরিবর্তন, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, খাবার, জ্বালানি, সার, ওষুধের ক্ষেত্রে নানা বাধার কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, যাদের আমরা মনে করি বিশ্বাস করা যাবে কিন্তু প্রয়োজনের সময় দেখি তারা আর আমাদের পাশে নেই।

হিন্দিতেই বক্তব্য রাখেন মোদী। তিনি বলেন, এখন সেই পুরানো কথাটি মনে পড়ছে। অসময়ের বন্ধু সবথেকে ভালো বন্ধু। এই চ্যালেঞ্জের সময় ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের পাশে রয়েছে। ভারত কীভাবে অন্য় দেশের কাছে ভ্যাকসিন, ওষুধ, গম, চিনি পৌঁছে দিয়েছিল সেকথা উল্লেখ করেন তিনি।

তবে মোদী কারোর নাম উল্লেখ না করলেও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের প্রভাব বৃদ্ধির ব্য়াপারে কিছুটা ইঙ্গিত দেন বলে খবর। গত বছর এপ্রিল মাসে চিন সলোমন দ্বীপের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করেছিলেন। মূলত এর মাধ্যমে সেখানে চিনের সেনার উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল বলে খবর। তবে সোমবারের সামিটে সেই সলোমন দ্বীপপুঞ্জও উপস্থিত ছিল।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে মোদীকে গ্লোবাল সাউথের নেতা বলে উল্লেখ করেন। তিনি আবেদন জানান, এখানে আবহাওয়ার পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চাষের জমিতে নোনা জলের প্রবেশ, ইউক্রেন যুদ্ধের প্রভাব সম্পর্কে সকলের অবহিত হওয়া দরকার। তিনি বলেন, বড় দেশগুলি তাদের জিও পলিটিক্স আর ক্ষমতার লড়াইতে নেমেছে। আর সেজন্য় ভুগতে হচ্ছে আমাদের। আমি আপনাকে তৃতীয় বিশ্বের নেতার স্থানে রাখতে চাই। আমরা সকলে আপনার নেতৃত্বে আপনার মিছিলে পা মেলাতে চাই।

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।