Advertisement
অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন। এবার আরও এক ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন ‘সোনার ছেলে’। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সাম্প্রতিক ক্রমপর্যায় অনুযায়ী, পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন নীরজ (এই প্রথমবার বিশ্ব র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন)। তাঁর স্কোর ১,২৫৫। দ্বিতীয় স্থানে আছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর স্কোর ১,৪৩৩। তৃতীয় স্থানে আছেন চেক প্রজাতন্ত্র জাকুব ভাদলেখ (স্কোর ১,৪১৬)। যিনি টোকিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। নীরজের থেকে অনেকটা পিছিয়ে ছিলেন।
(বিস্তারিত পরে আসছে)
Advertisement