মুম্বই: সুশান্ত সিং রাজপুতের পর আদিত্য সিং রাজপুত৷ আবারও দুঃসংবাদ বিনোদন জগতে৷ আচমকাই চলে গেলেন আদিত্য সিং রাজপুত৷ অভিনেতা-মডেল দেহ উদ্ধার হল তাঁর বাড়ির বাথরুম থেকে৷ ২২ মে বিকেল বেলা আন্ধেরির ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার হয়৷ আদিত্যর নিরাপত্তারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ মাত্র ৩২ বছর বয়সেই থেমে গেল আদিত্যর পথচলা৷
কীভাবে আচমকা মৃত্যু হল অভিনেতার? তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সূত্র থেকে জানা গিয়েছে, অতিরিক্ত মাদক সেবনের জন্যই নাকি মৃত্যু হয়েছে অভিনেতার৷ তবে পুরোটাই অনুমান করা হচ্ছে, এখনও কোনও সঠিক কারণ জানা যায়নি৷ অভিনেতা আদিত্যর মৃত্যু নিয়ে ক্রমশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aditya Singh Rajput, Death, Model