North Bengal
oi-Kousik Sinha

Nisith Pramanik: মুখে বড় বড় কথা! বুকে কেন ভয়! দিল্লি যাওয়ার আগে অভিষেক ইস্যুতে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সুপ্রিম কোর্টে রক্ষা কবচের আর্জি জানিয়ে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই মামলায় এখনও অস্বস্তি বহাল তাঁর। আর এর মধ্যেই কার্যত বোমা ফাটালেন বিজেপি সাংসদ। আজ সোমবার দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। আর তার আগে আজ সোমবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন নিশীথ প্রামাণিক।

আর সেখানে অভিষেক ইসুতে সাংবাদিকের প্রশ্নে তাঁর জবাব, উনি মুখে বড় বড় কথা বলছেন আর বুকে ভয় পাচ্ছেন। ভয় না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করার বার্তাই এদিন দেন বিজেপি নেতা। বলে রাখা প্রয়োজন, কুন্তল ঘোষ চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রথমে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই মামলা জুরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি হাইকোর্ট। আর এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আজ বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে সেই মামলার শুনানি হয়।
আদালতে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। যদিও সেই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। এই অবস্থায় প্রশ্ন করা হলে এমনই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। অন্যদিকে রাজ্যে একের পর এক বিস্ফোরণ নিয়েও কথা বলেন এদিন তিনি।
সম্প্রতি বজবজ বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, ঘটনায় পুলিশকে আরও উদ্যোগী হতে হবে। বিস্ফোরণের পর পুলিশ খোঁজ পাচ্ছে। কিন্তু কেন এমন হবে? তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী।

তাঁর কথায়, এই বিষয়ে সরকারকে আরও কড়া হতে হবে। অন্যদিকে বাংলা আরও একটি বন্দেভারত এক্সপ্রেস পেতে চলেছে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে সেই ট্রেন। আর সেই খবর সামনে আসতেই একাধিক জায়গাতে স্টপেজের দাবি উঠছে।
সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামীদিনে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বন্দেভারতের স্টপেজ হবে। বলে রাখা প্রয়োজন, রবিবার সকালেই নয়া এই রুটে বন্দেভারত ট্রায়াল রান সম্পন্ন করেছে। আর এরপরেই কেন্দ্রীয়মন্ত্রীর এহেন মন্তব্যে আর তাতে খুশি দুই শহরের মানুষ।
- অভিষেককে ‘রয়্যাল’ কটাক্ষ! একইসঙ্গে বিজেপি ও তৃণমূলকে নিশানা মহঃ সেলিমের
- দুর্নীতি ঢাকতে ঢাল সিভিক ভলান্টিয়ার! লুটের জন্য টিকিট নিয়ে কোন্দল, শাসক শিবিরে দ্বন্দ্বে প্রতিক্রিয়া অধীরের
- মদন মিত্রের পাশে প্রদেশ সভাপতি! তিনি চোর নন প্রমাণে সুপ্রিম কোর্টে, অভিষেককে নিশানা অধীরের
- নব জোয়ারের যাত্রাপথ এগোচ্ছে তিহাড়ের দিকে! CBI জিজ্ঞাসাবাদে অভিষেকের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শুভেন্দুর
- প্রায় ১০ ঘন্টা জেরার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সেটিং তত্ত্ব! নিশানায় বারে বারেই শুভেন্দু অধিকারী
- পোষা কুকুর নয়, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো CBI-কে মোকাবিলা! জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, দাবি অভিষেকের
- অভিষেককে জেরার দিনেই, শহরে ED তৎপরতা, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি
- নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অভিষেক, দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টেও
- সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত ‘দুর্গে’ নিজাম প্যালেস
- তৃণমূলের নবজোয়ারে অভিষেককে আটকালে জেলায় জেলায় যাবেন মমতা, পরিকল্পনা পাকা
- ‘প্রমাণ মিললে ওই বিচারপতিকেই ফাঁসির আদেশ দিতে বলব’, চ্যালেঞ্জ অভিষেকের
- তৃণমূল কংগ্রেস হল জনগণের পরিবার, বিজেপিকে ক্ষমতা থেকে হটানোর বার্তা মমতার
English summary
Nisith Pramanik comments on Abhishek Banerjee, who was summoned by CBI