Purulia Bankura
oi-Kousik Sinha

সাময়িক বিরতির পর ফের দলের ‘নবজোয়ার’ যাত্রা বাঁকুড়া থেকে শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আজ সোমবার বিকেল তিনটে নাগাদ চপারযোগে তিনি বাঁকুড়ার মাটিতে পা রাখবেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের দিকেও সবার নজর থাকবে।
কুন্তল চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে সেই আবেদনের শুনানি অবকাশকালীন বেঞ্চে হওয়া নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট। এদিন ফের শীর্ষে আদালতে স্পেশাল লিভ পিটিশনের আবেদন জানাবেন ডায়মন্ডহারবারের সাংসদরা।

ফলে এদিন খুবই গুরুত্বপূর্ণ তাঁর কাছে। এমনকি এই বিষয়ে আদালত কি নির্দেশ দেয় সেদিকেও নজর থাকবে সবার। অন্যদিকে আজ বাঁকুড়া পৌঁছেই সাড়ে তিনটে নাগাদ জেলার ইন্দাস হাইস্কুল মাঠে ‘বিশেষ কর্মসূচী’তে যোগ দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
সেখানেই গত ৩০ এপ্রিল তৃণমূলের কর্মসূচীতে যোগ দিয়ে বজ্রপাতে মৃত দলের কর্মী সামসেদ আলি মল্লিকের পরিবার ও ঘটনায় আহত ৫০ জনের সঙ্গে তিনি দেখা করবেন। পরে সাড়ে চারটে নাগাদ কোতুলপুর বিধানসভা কেন্দ্র এলাকার জয়পুরের কুম্ভস্থল মা সারদা চটিতে ‘রোড শো’তে অংশ নেবেন। সবশেষে বিষ্ণুপুর তুর্কির মাঠে সাড়ে পাঁচটায় অধিবেশন ও সেখানেই রাত্রিবাসের কর্মসূচী তাঁর রয়েছে।
প্রসঙ্গত, ‘নবজোয়ার’ কর্মসূচীর মাঝেই গত শুক্রবার সিবিআই-র ডাক পেয়ে সোনামুখী থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাময়িক বন্ধ থাকার পর ফের এদিন বাঁকুড়া থেকেই সেই কর্মসূচী শুরু হচ্ছে। যদিও পূর্বনির্দ্ধারিত সফর সূচীতে বেশ কিছু কাঁটছাঁট করা হয়েছে বলে খবর।

ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার খবরে উচ্ছ্বসিত শাসক দল। উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যেও। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্বও নিজের মধ্যে বৈঠক সেরেছেন বলে জানা গিয়েছে। তবে নতুন উচ্ছ্বাসে ফের একবার নবজোয়ার কর্মসূচি শুরু করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফলে আজ কি বার্তা তিনি দেন সেদিকেই নজর সবার। তবে বক্তব্য যে ঝাঁঝালো হবে তা কার্যত স্পষ্ট। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
- পোষা কুকুর নয়, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো CBI-কে মোকাবিলা! জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, দাবি অভিষেকের
- অভিষেককে জেরার দিনেই, শহরে ED তৎপরতা, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি
- নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অভিষেক, দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টেও
- সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত ‘দুর্গে’ নিজাম প্যালেস
- তৃণমূলের নবজোয়ারে অভিষেককে আটকালে জেলায় জেলায় যাবেন মমতা, পরিকল্পনা পাকা
- ‘প্রমাণ মিললে ওই বিচারপতিকেই ফাঁসির আদেশ দিতে বলব’, চ্যালেঞ্জ অভিষেকের
- তৃণমূল কংগ্রেস হল জনগণের পরিবার, বিজেপিকে ক্ষমতা থেকে হটানোর বার্তা মমতার
- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ! জরুরি ভিত্তিতে রাতেই ফিরছেন কলকাতায়
- ইডি-সিবিআই জেরা কি এড়ানো গেল না? চাপ বাড়ল অভিষেকের, মামলা শুনলই না ডিভিশন বেঞ্চ
- সুপ্রিম রাস্তা খোলা আছে জানিয়েও অভিষেক বললেন, ‘তদন্তের স্বার্থে যাত্রা থামিয়ে যাব’
- ইডি-সিবিআই জেরা করতে পারে, হাইকোর্টের রায় শুনে কি বললেন শুভেন্দু অধিকারী
- অভিষেককে ইডি-সিবিআই জেরায় বাধা রইল না, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা
English summary
Abhishek Banerjee is going to Bankura for Nabojoar programme of TMC
Story first published: Monday, May 22, 2023, 9:57 [IST]