প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সরত বাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হায়দ্রাবাদের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। মাল্টি অর্গ্যান ফেলিওর নিয়ে তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন তাঁর জনসংযোগ আধিকারিক তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। অনেকেই টুইটারে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
চলতি মাসের শুরুর দিকে অভিনেতার অবস্থার অবনতি হলে তাঁকে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী তাঁর সেপসিস হয়ে গিয়েছিল যার কারণে তাঁর কিডনি, লাংস, লিভার এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায় ধীরে ধীরে। কাজ করা বন্ধ করে দেয়। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়।
কিছুদিন আগেই একটি ভুয়ো খবর ছড়িয়েছিল যে তিনি আর বেঁচে নেই। এসব ভিত্তিহীন খবরের ব্যাপারে তখন মুখ খুলেছিলেন সরত বাবুর বোন। তিনি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন ‘সরত বাবুর বিষয়ে যে যে খবর সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে সবই মিথ্যে। তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাঁকে অন্য কেবিনে সরানো হয়েছে। আমার অনুরোধ রইল সোশ্যাল মিডিয়ার কোনও ভুয়ো তথ্যে বিশ্বাস করবেন না।’
সরত বাবুর আসল নাম সত্যম বাবু দীক্ষিতলুলু। তিনি ১৯৭৩ সালে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন একটি তেলুগু ছবি রাম রাজ্যর মাধ্যমে। ১৯৭৭ সালে তামিল ছবিতে ডেবিউ সারেন। এরপর ১৯৭৯ সালে তিনি মালায়লি ছবিতে ডেবিউ করেছিলেন। এই ছবিটির পরিচালনা করেছিলেন হরিহরন। ছবিটির নাম ছিল সরপঞ্চরম। তবে তিনি মূলত প্রচারের আলোয় আসেন তামিল ইন্ডাস্ট্রিতে যা যা করেছেন তার জন্য।
সরত বাবু তাঁর কেরিয়ারে দুশোটির বেশিতে কাজ করেছেন। তিনি একাধিক হিন্দি ছবিতে কাজ করেছিলেন। তাঁকে শেষে পবন কল্যাণের উকিল সাব ধারাবাহিকে দেখা যাচ্ছিল। তিনি রজনীকান্ত, কমল হাসানের সঙ্গেও কাজ করেছিলেন।