Advertisement
ইতিহাস গড়লেন বিরাট কোহলি। রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে শতরান করে আইপিএলের সর্বকালীন ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির নজির করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা (আরসিবি)। সেইসঙ্গে আইপিএলের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে পরপর দুটি ইনিংসে শতরানের নজির গড়লেন। বিরাটের আগে যে নজির গড়েছিলেন শিখর ধাওয়ান (২০২০ সাল) এবং জস বাটলার (২০২২ সাল)।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক শতরান
১) বিরাট কোহলি: সাত।
২) ক্রিস গেইল: ছয় (এখন আইপিএল খেলেন না)।
৩) জস বাটলার: পাঁচ।
৪) কেএল রাহুল: চার।
৫) ডেভিড ওয়ার্নার: চার।
৬) শেন ওয়াটসন: চার (এখন খেলেন না)।
(বিস্তারিত পরে আসছে)
Advertisement