দুর্ঘটনার মুখে পড়ল ডাউন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এমনই দাবি করলেন যাত্রীদের একাংশ। তাঁদের দাবি, আচমকা বিকট শব্দ হয়। তারপরই থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস। পাইলট কেবিনের ‘উইন্ডশিল্ড’-এ ফাটল ধরেছে। আরও দুটি কামরার কাঁচেও ফাটল ধরে গিয়েছে। ট্রেনের ভিতরের মূল আলো চলে গিয়েছে। তবে ঘটনায় কোনও যাত্রীর চোট লাগেনি বলে দাবি করেছেন তাঁরা। বিষয়টি নিয়ে রেলের তরফে অবশ্য আপাতত কিছু জানানো হয়নি।
শনিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনের যাত্রায় ডাউন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে সেই বিপত্তি ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা। ট্রেনের ভিতর থেকে ভিডিয়োবার্তায় ইউটিউবার ‘এক্সপ্লোলার শিবাজি’ জানিয়েছেন, রবিবার বিকেল ৪ টে ৪৫ মিনিট জাজপুর কেওনঝড় রোড ছাড়ার পরই বন্দে ভারত এক্সপ্রেস একটা বিকট শব্দ হয়। প্রবল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে পড়ে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। পাইলট কেবিনের উইন্ডশিল্ডেও চিড় ধরেছে। সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের বাঁ-দিকের একটি করে জানালাতেও চিড় ধরেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: NJP-GHY Vande Bharat: বন্দে ভারতের স্টপেজ দিতে হবে নিউ কোচবিহারে, ট্রায়াল রানের দিনই উঠল দাবি
‘এক্সপ্লোলার শিবাজি’ আরও জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের যে মূল আলো, তা আপাতত নিভে গিয়েছে। রেল কর্তৃপক্ষ যথেষ্ট সক্রিয় আছে। ট্রেনে নিরাপত্তারক্ষীরা আছেন। যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস থমকে গেলেও কোনও যাত্রীর চোট-আঘাত লাগেনি। প্রত্যেকেই সুস্থ আছেন। তবে আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে তাঁরা বাড়ি ফিরবেন, সেটা এখনও স্পষ্ট বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Howrah to Puri Vande Bharat Express Fare: শতাব্দীর থেকেও কম ভাড়া বন্দে ভারতের চেয়ার কারে! অথচ পৌঁছাবে ৭০ মিনিট আগেই
অপর এক যাত্রী দাবি করেছেন, একটি সেতুর কাছে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছে। সন্ধ্যা নেমে আসায় ট্রেনের মধ্যেও অন্ধকার নেমে আসছে। আর বন্দে ভারতের বিভিন্ন পরিষেবা যেহেতু ‘অটোমেটিক’, তাই ট্রেনের দরজা খুলছে না। শৌচাগারেও সমস্যা হচ্ছে। তারইমধ্যে পাশের লাইনে একটি রেলের একটি বিশেষ ট্রেন আনা হয়েছে। যা সাধারণত প্যান্টোগ্রাফ সংক্রান্ত কাজ করে থাকে বলে জানিয়েছেন ওই যাত্রী।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)