Sukanta Majumder on Abhishek Banerjee: বীরভূমের বাঘের মতো খাঁচায় ঢুকবে রয়্যাল বেঙ্গল টাইগারও: সুকান্ত

Advertisement

সবে প্রথমবার ছাল ছাড়ানো হল। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরাকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার তো খাঁচায় থাকে। উনি তাহলে বুঝে গেছেন যে খাঁচা তৈরি হচ্ছে।

রবিবার কলকাতার জাতীয় পাঠাগারে বিজেপির কার্যকারিনী বৈঠকে যোগদান করতে গিয়ে সাংবাদিকদের সুকান্তবাবু বলেন, ‘ন’ঘণ্টা ধরে কী প্রশ্ন করা হয়েছে তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বডি ল্যাঙ্গুয়েজেই প্রমাণিত হয়েছে। বোঝা গিয়েছে, সেই প্রশ্ন কতটা তীক্ষ্ণ ছিল, তাতে কতটা আঘাত উনি পেয়েছেন। ন’ঘণ্টা তো সবে প্রথমবার ছাল ছাড়ানো হল। সময় আসবে আরও ডাক পাবেন। সবে তো শুরু’।

অভিষেককে সুকান্ত মজুমদারের কটাক্ষ, ‘রয়্যাল বেঙ্গল টাইগার তো আর খোলা ঘুরে বেড়াতে পারে না। তাকে সংরক্ষিত বনাঞ্চলে বা চিড়িয়াখানায় রাখতে হয়। তাহলে হয়তো উনি বুঝতে পেরে গিয়েছেন যে ওনার জন্য খাঁচা তৈরি হচ্ছে। এর আগে আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছিলাম, বীরভূমের বাঘ। সে এখন খাঁচাবন্দি আছে’।

কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে EDর দায়ের করা মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করে সিবিআই।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।