Silver fake teeth: রুপোর নকল দাঁত গিলে ফেলেছিলেন যুবক, আটকে গেল ফুসফুসে, তারপর যা হল…

Advertisement

২২ বছর বয়সি এক যুবক। তিনি রুপোর বাঁধানো দাঁত পরে থাকতেন। মূলত মৃগী রোগের সমস্যা ছিল তাঁর। দাঁতে দাঁত লেগে যেত। সেকারণেই তিনি ওই রুপোর দাঁত পরে থাকতেন। আর আচমকা সেই রুপোর দাঁতের পাটিই গিলে ফেললেন তিনি। এদিকে সেই দাঁত তাঁর ফুসফুসের কাছে গিয়ে আটকে যায়। তারপর তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। একেবারে মরণাপন্ন অবস্থা। আমেরিকার উইসকনসিন এলাকার ঘটনা।

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ওই যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এক্স রে করে দেখা যায় ওই যুবকের শ্বাসনালীতে ৪.১ সেমি নকল দাঁত আটকে গিয়েছে। কিন্তু শ্বাসনালী থেকে কীভাবে ওই রুপোর দাঁত বের করা যাবে?

দ্রুত চিকিৎসকরা এনিয়ে ব্য়বস্থা নেন। চিকিৎসকরা বঙ্কোস্কোপি করে ওই রুপোর দাঁত বের করার চেষ্টা করেন শ্বাসনালী থেকে। Cureus medical journal নামে একটি জার্নালে এই সংক্রান্ত রিপোর্ট সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ফুসফুসের কাছে ডানদিক ঘেঁষে ওই দাঁতের পাটি আটকে ছিল। সব থেকে বড় কথা ওই দাঁতটি কিছুটা ছুঁচালো ছিল। বাঁকা ধরনের ছিল। অনেকটা অশ্বক্ষুরাকৃতি ওই দাঁত। আর সেই দাঁতই আটকে গেল শ্বাসনালীতে। একেবারে যায় যায় অবস্থা।

সাধারণত ব্রঙ্কোস্কপি করেই এই ধরনের ফরেন অবজেক্টকে বের করা হয়। কিন্তু এক্ষেত্রে ওই দাঁতের পাটি কিছুটা ধারালো ছিল। সেকারণেই সমস্যা হচ্ছিল।

তবে শেষ পর্যন্ত ব্রঙ্কোস্কপির বিশেষ পদ্ধতিতে ওই দাঁতকে বের করা হয়। তবে দাঁতটি বের করতে গিয়ে কিছুটা রক্তও বেরিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ঠান্ডা স্যালাইন দিয়ে ওই শ্বাসনালী থেকে রক্ত বের হওয়া কিছুটা বন্ধ করা হয়েছে।

তবে গোটা ঘটনায় যথেষ্ট অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। দাঁতটি বের করার পরেও তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তবে শেষ পর্যন্ত স্টেরয়েড প্রয়োগ করার পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।