Manoj Bajpayee on Amitabh Bachchan: মাতাল হয়ে অমিতাভের সঙ্গে প্রথম দেখা! স্মৃতির পাতা থেকে কোন ঘটনা মনে করলেন মনোজ

Advertisement

বলিউডের অন্যতম সেরা অভিনেতা হলেন মনোজ বাজপেয়ী। তিনি তাঁর অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছেন বারবার। সে আলিগড় হোক বা ফ্যামিলি ম্যান, কিংবা গুলমোহর বা সত্য। তবে অভিনেতা বারবার জানিয়েছেন তাঁর এই সফলতা, বা তাঁর কেরিয়ার তৈরি হয়েছে একটি মানুষের জন্য, আর তিনি হলেন রাম গোপাল বর্মা। তিনি রাম গোপাল বর্মার সঙ্গে একাধিক কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সত্য, শূল, দাউদ, ইত্যাদি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মনোজ জানালেন সত্য ছবির সাকসেস পার্টিতে হওয়া একটি ঘটনার কথা। রাম গোপাল বর্মা এই ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবারের জন্য। অমিতাভ যখন একদিকে তাঁর ছবি দেখছেন, তখন আরেকদিকে অভিনেতা রাম গোপাল বর্মার গাড়িতে বসেই মদ্যপান করেন বলে জানান। মনোজ এই প্রসঙ্গে আরও বলেন তিনি বরাবর অমিতাভের ভক্ত ছিলেন, এবং এর আগে কখনই তিনি অমিতাভের সঙ্গে দেখা করেননি। সেটাই তাঁদের প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছিল। কিন্তু তার আগেই রাম গোপাল বর্মা তাঁকে বলেন যেহেতু অমিতাভ তাঁদের ছবি দেখছেন সেহেতু তাঁদের উচিত এটার উদযাপন করার। তখন তাঁরা তাঁর গাড়িতে থাকা ভদকা দিয়ে সাফল্য উদযাপন করেন।

এরপর যখন ছবিটি শেষ হয় তখন পরিচালক ভিতরে গেলেও অভিনেতা কিছুতেই এই মাতাল অবস্থায় যেতে চান না তাঁর আদর্শের সামনে। তখন তাঁকে এক প্রকার ধাক্কা মেরেই ভিতরে পাঠানো হয়। কিন্তু তিনি ভিতরে না গিয়ে বাথরুমে চলে যান। আর সেখানেই গিয়েই ঘটে অঘটন! তাঁর ধাক্কা লাগে অভিষেকের সঙ্গে। তাঁরা দুজন যখন সবে কথা বলতে আরম্ভ করেছেন তখনই সেখানে কেউ একজন এসে উপস্থিত হন। আর বলাই বাহুল্য তিনি খোদ অমিতাভ বচ্চন ছিলেন। সেই প্রথম ওই মদ্যপ অবস্থায় মনোজের সঙ্গে অমিতাভের দেখা হয় বলেই জানান অভিনেতা। তাঁর তখন বিগ বিকে সামনে ওভাবে দেখে মনে হচ্ছিল যেন কোনও ইশ্বর নেমে এসেছেন বুঝি।

মনোজ এতটাই নার্ভাস ছিলেন সেই সময় যে তিনি তখন অমিতাভের সঙ্গে কী কথা বলেছিলেন, কী নিয়ে আলোচনা করেছিলেন কিছুই মনে করতে পারেননি আর পরে। তাঁর কেবল এটুকু মনে আছে তিনি কেবল শাহেনশাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। আর অমিতাভ তাঁকে আনন্দের সঙ্গে আলিঙ্গন করেছিলেন তখন।

তবে প্রথম দেখ যেমনই হোক এই দুই অভিনেতা কিন্তু এরপর একেএস, আরক্ষণ, সত্যাগ্রহের মতো ছবিতে কাজ করেছেন একসঙ্গে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।