কলকাতা: তিনি নাকি দাম্ভিক, অহংকারী। করিনা কাপুর খানের গায়ে এই তকমা অনেকেই সেঁটে দিয়েছেন। তাঁর নানা মন্তব্য, আচরণ নিয়ে চর্চাও নেহাত কম হয়নি। তেমনই এক পুরনো ভিডিও ফের ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। সেখানে সইফ-পত্নীর ‘হাবভাব’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
সাল ২০০০। বলিউডে সদ্য পা রেখেছেন করিনা। কেরিয়ারের শুরুতেই ‘কহো না প্যায়ার হ্যায়’ থেকে সরে দাঁড়িয়েছিলেন কাপুর-তনয়া। তাঁর পরিবর্তে ঋত্বিক রোশনের বিপরীতে নেওয়া হয় আমিশা পটেলকে। ‘রিফিউজি’ দিয়ে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় তাঁর। কিন্তু সেই ছবি বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি। অন্য দিকে, রেকর্ড ভাঙা ব্যবসা করে ঋত্বিক-আমিশার ছবিটি।
Rude Kareena Kapoor receiving debut award from Aishwarya Rai. Notice how she snatches mike from Ash
by in BollyBlindsNGossip
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishwarya Rai Bachchan, Kareena Kapoor Khan