IPL 2023: কর্মফল তোমাকে ভুগতেই হবে- ধোনির সঙ্গে ঝামেলার পরেই জাড্ডুর চাঞ্চল্যকর টুইট – IPL 2023: Karma will get back at you, sooner or later

Advertisement

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঝামেলার ২৪ ঘণ্টাও হয়নি। তার মধ্যেই রবীন্দ্র জাদেজার চাঞ্চল্যকর টুইট। যা নিয়ে আলোড়ন পড়ে গেল ক্রিকেট মহলে। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রবীন্দ্র জাদেজার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গিয়েছিল। যা নিয়ে আগেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। এ বার জাদেজার টুইটে যেন রহস্য আরও ঘনীভূত হল।

রবিবার (২১ মে) বিকেল ৪টে নাগাদ জাদেজা একটি টুইট করেছেন। সেখানে তিনি একটি কোট কার্যত কপি করেছেন। সেই কোটে বলা হয়েছে, ‘কর্মফল তোমাকে পেতেই হবে। সেটা এখনই হোক বা দেরী করে, কিন্তু ভুগতে হবে তোমাকে।’ এই কোটের সঙ্গে জাদেজা আরও নির্দিষ্ট করে লিখেছেন, ‘একদম’.. অর্থাৎ কর্মফল অবশ্যই করে পেতে হবে।

ধোনি এবং জাদেজার মধ্যে ঝামেলাটি ঘটেছিল শনিবারের ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই। দিল্লিকে হারানোর পর মাঠের মধ্যে যখন সিএসকে প্লেয়াররা জয়ের জন্য এবং প্লে অফে পৌঁছানোর জন্য প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছিল, তখনই জাদেজার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে ধোনিকে। সিএসকে অধিনায়কের কথা প্রথমে মনোযোগ সহকারেই শুনছিলেন জাদেজা। তবে তিনি রীতিমতো গম্ভীর ছিলেন। জাদেজার মুখে হাসি ছিল না। জাদেজাকে বেশ উত্তেজিত হয়েই ধোনি কিছু বলছিলেন। পরে জাদেজাকেও জবাবে ক্ষুব্ধ হয়ে কিছু বলতে দেখা যায়। তবে তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান যে জাদেজার উপর রেগে ছিলেন, সেটা পরিষ্কার।

আরও পড়ুন: কোহলিদের কপাল পুড়িয়ে শিলাবৃষ্টি শুরু বেঙ্গালুরুতে, ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সকলেই অবাক হয়েছেন। কারণ ধোনি এবং জাদেজার মধ্যে যে কোনও বিভেদ থাকতে পারে, সেটা ভাবতেই পারেন না কেউ। জাদেজাকে এই মরশুমে সিএসকে ধোনির কথাতেই রেখে দিয়েছে। এবং সকলেই আশায় যে, জাদেজা পরের মরশুমেও চেন্নাই টিমের হয়েই খেলবেন। অনেকে মনে করছেন যে, এই ঝামেলার আসল কারণ হয়তো জাদেজার বোলিং নিয়ে। তার জন্যই জাদেজাকে বকুনি খেতে হয়েছে। কারণ দিল্লির বিরুদ্ধে অন্যান্য বোলাররা প্রতি ওভারে মাত্র ছয়ের কাছাকাছি রান দিলেও, একমাত্র জাদেজা ১ উইকেট নিলেও চার ওভারে ৫০ রান দিয়ে বসেন।

আরও পড়ুন: ভারতে গিয়ে পাকিস্তান ODI WC জিতলে, BCCI-এর গালে বড় থাপ্পড় হবে- দাবি আফ্রিদির

শনিবার দিল্লির বিরুদ্ধে সিএসকে ৭৭ রানে একটি সহজ জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে তারা রেকর্ড ১২ বার প্লে অফের যোগ্যতা অর্জন করে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২২৩ রান করেছিল চেন্নাই। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লি করে ১৪৬ রান। এই জয়ের হাত ধরে ধোনিরা লিগ টেবলের দুইয়ে শেষ করল। আর কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে লখনউ সুপার জায়ান্টস শেষ করল তিনে চার নম্বর জায়গার জন্য লড়াই এখন তিন দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।