West Bengal
oi-Dibyendu Saha

টাকার তো অভাব নেই। সেখানে কেন শুভেন্দু অধিকারীর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই প্রশ্ন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি প্রশ্ন করেছেন, নিজেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবিতে কেন সর্বোচ্চ আদালতে যাচ্ছেন না।
সিবিআই-এর ৯ ঘন্টা ৪০ মিনিটের জেরা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিবিআই তলব সময় নষ্ট ছাড়া আর কিছুই না। এব্যাপারে অধীর চৌধুরী বলেন, নব জোয়ার কর্মসূচিতে তৃণমূলের খবর নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, নব জোয়ার কর্মসূচি নিয়ে কোনও অভিযোগ নেই। তবে এই কর্মসূচির জন্য বাংলায় কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।

অধীর চৌধুরী বলেন, নব জোয়ার কর্মসূচিতে যে খবর করা হচ্ছে, তা সরকারি টাকা। এদিন এর হিসেব সামনে আনার দাবি তুলেছেন তিনি। অধীর চৌধুরী বলেন, নবজোয়ার কর্মসূচি সফল করার জন্য এই দল কোথা থেকে টাকা পেল, সেটা জানলে সবাই খুশষি হবেন, বলেছেন বহরমপুরের সাংসদ।
সরকারি কর্মচারীরে ডিএ-র দাবিতে পেনডাউন কর্মসূচি নিয়েছে। এব্যাপারে অধীর চৌধুরীর প্রশ্ন, কত কড়়া পদক্ষেপ করবে সরকার? তিনি বলেন, দেখা যাবে, এই দাবির মধ্যে কি তৃণমূলের কর্মচারীরা নেই? তাঁরা কি ডিএ নিতে চায় না? তারা তো বলছে, দিদি আছে দেখে নেবে, তাদের কিছু লাগবে না।

সুদীপ সেনের চিঠিতে তার নাম উঠে আসা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, যখন সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ্যে এসেছিল, তখনই তিনি উকিলের চিছি পাঠিয়েঠছিলেন। এব্যাপারে এখনও কোনও উত্তর আসেনি। আর যদি ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, সেখানে তিনি যাওয়ার সরাসরি যাবেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন না।
তিনি বলেন, এই মামলায় যখন এসআইটি তদন্ত করছিল, সেই সময় ধরলে খুশি হতেন। কিন্তু সাত বছর পরে সুদীপ সেনের ইচ্ছা হল, বিমান বসু এবং এক বিপিএল নেতাকে টাকা খাওয়ার জন্য অভিযুক্ত করতে হবে। প্রসঙ্গত অধীর চৌধুরী নিজেকে বিপিএল নেতা বলে থাকেন।

দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেএমে ভর্তি করাতে না পেরে মদন মিত্র পূর্ব বাম সরকারের প্রশংসা করেছেন। এব্যাপারে অধীর চৌধুরী বলেন, মদন মিত্র তৃণমূল দলের একজন ভাল লিডার। সে যেটা বলেছে সেটা ২শ শতাংশ সত্য। নন্দীগ্রাম থেকে দিদি যেমন ভাা পা নিয়ে হুইলচেয়ারে ঘুরেছিলেন, আর ভোট শেষ হওয়ার পরে দিদি সুস্থ হয়ে যান।
তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদকে সেটিং বলেও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, আগেই তিনি বলেছিলেন, সিবিআই ডাকবে এবং পরে ছেড়ে দেবে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এই নাটক বলতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
English summary
Targeting Abhishek Banerjee Adhir Chowdhury says, he rushes to Supreme Court for proving that he is not a thief
Story first published: Sunday, May 21, 2023, 14:09 [IST]